ব্যর্থতা
আমি আর নক করবো না!
আমি হয়তো তোমাদের অনেক জ্বালিয়েছি
কিন্তু আর না।
তোমাদেরকে আমি আর বিদ্বিষ্ট করবো না
নিজেকে একটু সংস্কার করবো;
আমি বুঝতে পারি নাই!
না" বুজেই তোমাদের কাছে অধিকার খাঠিয়েছি
আসলে তোমরাই ভালো সত যোগ্য লোক!
বর্তমানে নিজের সার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না।
আমি হয়তো এমনটা ছিলাম না" যার কারনে অযোগ্য রয়ে গেলাম
আমার কোনো যোগ্যোতা ছিলনা ঠিকই
কিন্তু আমি মানুষকে ভালোবেসেছি।
এই ভালোবাসাটাই ছিলো সব থেকে বড়ো ভুল
তাই নিজের সাথে নিজে একটু কথা বলেছি
আমি ভালোবেসেছি ভালোবেসে যাবো
যারা আমাকে ভালোবাসে এমন কি চেষ্টা করে
তাদেরকেই শুধু ভালোবাাবো:
তাছাড়া আমি আর নক করবো না।
আমি হয়তো তোমাদের অনেক জ্বালিয়েছি
কিন্তু আর না।
তোমাদেরকে আমি আর বিদ্বিষ্ট করবো না
নিজেকে একটু সংস্কার করবো;
আমি বুঝতে পারি নাই!
না" বুজেই তোমাদের কাছে অধিকার খাঠিয়েছি
আসলে তোমরাই ভালো সত যোগ্য লোক!
বর্তমানে নিজের সার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না।
আমি হয়তো এমনটা ছিলাম না" যার কারনে অযোগ্য রয়ে গেলাম
আমার কোনো যোগ্যোতা ছিলনা ঠিকই
কিন্তু আমি মানুষকে ভালোবেসেছি।
এই ভালোবাসাটাই ছিলো সব থেকে বড়ো ভুল
তাই নিজের সাথে নিজে একটু কথা বলেছি
আমি ভালোবেসেছি ভালোবেসে যাবো
যারা আমাকে ভালোবাসে এমন কি চেষ্টা করে
তাদেরকেই শুধু ভালোবাাবো:
তাছাড়া আমি আর নক করবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ০৯/১০/২০২১সুন্দর হয়েছে
-
জামাল উদ্দিন জীবন ২৭/০৯/২০২১সুন্দর
-
সুব্রত ভৌমিক ২৫/০৯/২০২১ভালো লিখেছেন। ধন্যবাদ।
তবে আমার মনেহয়
যা ছিলেন, সেটাই ঠিক।
*********
নিঃস্বার্থ ভাবে বাসলে ভালো
জীবনে ভরে যাবে আলো।
****** -
ফয়জুল মহী ১৭/০৯/২০২১Good
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৯/২০২১Amazing!