প্রেমের সন্ধান
প্রেমের সন্ধান
✍️জে এস এম অনিক
০৫/০১/২০২৪
নন্দীপাড়া, ঢাকা
প্রেমের কাঙ্গাল বলে আজো পেলাম না। কারো কাছ থেকে ভালোবাসার প্রোজাল। একা একা নিভৃতে গেয়ে যাই একাকীত্বের সুর। এই পৃথিবী কেনো জানি উল্টো নিয়মে ঘোরে। যার পেটে খুদা সে খাবার পায় না। আর অন্য দিকে খেতে খেতে ইচ্ছে করছে না অথচ তার সামনে অনায়াসে ভোজন সাধনের পরিপূর্ণতা পায়। আমি একজনকে ভালোবেসেছিলাম। তাকে পাওয়ার জন্য তার কাছে যাওয়ার জন্য বার বার ছুটে গিয়েছি। তার দেখা পেলেও দেখার মতো দেখা হতো না। ইভান একদিন বুদ্ধি দিলো। তুই আজকে তার বাড়িতে যাবি!তারপর? বলছি শোন। যেয়ে ওর মায়ের সঙ্গে বন্ধুত্বের উদ্দেশে কথা বলতে থাকবি। ধীরে ধীরে ওর সম্পর্কে জানতে চাবি। তবে এগুলো জিজ্ঞেস করবি সে যেনো কোনো কিছু বুঝতে না পারে। তারপর? তারপরের টা পরে কালকে ওদের বাড়িতে যাবি। যা বলেছি এভাবে কাজ করবি। আশা করি তোর চাওয়া পূর্ণ হবে। আমি ও কথা মতো ও বাড়িতে গেলাম। যেয়ে লম্বা একটা সালাম। আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন? ওলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে আসলে। কোনোদিন আসো নাই। না আন্টি এ পথ দিয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম একটু ঘুরে যাই। তাহলে যাও সব কিছু ঘুরে দেখে এসো। কোনো কিছু ধরবে না যেনো। ঠিক আছে আন্টি। মনে বলতে লাগলাম ধরবে না এর মানে কি? কোনোকিছু সন্দেহ করলো নাকি। বাড়িতে এমন কিছুই নাই দেখার মতো। তাও বললো কিছু ধরবে না। বেরানোর কথা যখন বলেছি। আগে একটু দেখে নি। ও বাহিরে কোথাও আছে নাকি। আন্টি একটু বসি হুম বসো। দেখা হয়ে গেছে? জি আন্টি। আর কিছু বলবা? চাচতো ভাই বোন কোথায়? তাদেরকে দেখি না। ওরা আছে, ছেলেটাকে বাজারে পাঠাইছি। আর ইরানীর সামনে পরিক্ষা তো তাই পড়তে বসছে। যাইহোক অবশেষে একটা তথ্য পেলাম। মনে মনে কি ভাবছো? না আন্টি কিছু না। ইরানী তোমার পড়াশুনা কেমন চলছে? ভালো, সামনে যেহেতু পরিক্ষা তাই ভালো করে পরতে হবে। রেজাল্ট কিন্তু ভালো চাই। ও কোনো কথা বললো না। তোমার মা-বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে আন্টি। তুমি কি কোনো কাজবাজ করো? না শুধু ঘুরে বেড়াও? আপাতত কিছু করি না। তবে সামনে যাবো একটা চাকরিতে। ও আচ্ছা বেকার অবস্থায় মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও। বেকার তো, কাজবাজ নাই, তাই সবার বাড়ি যেয়ে একটু খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। চাকরি বাকরি হয়ে গেলে তো আর ঘুরে বেড়াতে পারবো না। তো আজকে কত জায়গা গেছে?আর বিগত দিন গুলোতেই বা কয়জনের বাড়িতে গেছো? অনেকের বাড়িতেই গেছি। সবার বাড়িতেই কি মেয়ে ছিলো? আন্টি কি বলছেন এসব। না তুমি তো জনদরদি নাকি আবার প্রেম দরদী। মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও। এই জন্য না বাঙালির ভালো করতে নাই। আমাদের দেশে এই একটা সমস্যা। মানুষ যখন কারো খোঁজ নেওয়া শুরু করে। তখন মনে করে কোনো একটা উদ্দেশ্যে কথা বলছে। মানুষ খোঁজ খবর নিবে ঠিক আছে? কিন্তু তোমার উদ্দেশ্য তো ভিন্ন। কি উদ্দেশ্য আমার? সেটা তুমি নিজে ভালো করে যানো? আমি নতুন করে কি বলবো। শোনো আমি মূর্খ না তুমি আসছো আমার বাড়িতে। কি জন্য এসেছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এখন বেকার না থেকে চাকরি বাকরি করো। তুমি যদি ভালো একটা চাকরি করো। তাহলে তুমি যাদেরকে খুঁজছো। তখন তোমাকে তারা খুঁজবে। আমার কথা কি বুঝতে পারছো। আমি বোকা হয়ে গেলাম। জি আন্টি বুঝছি। তাহলে এবার যাও।
✍️জে এস এম অনিক
০৫/০১/২০২৪
নন্দীপাড়া, ঢাকা
প্রেমের কাঙ্গাল বলে আজো পেলাম না। কারো কাছ থেকে ভালোবাসার প্রোজাল। একা একা নিভৃতে গেয়ে যাই একাকীত্বের সুর। এই পৃথিবী কেনো জানি উল্টো নিয়মে ঘোরে। যার পেটে খুদা সে খাবার পায় না। আর অন্য দিকে খেতে খেতে ইচ্ছে করছে না অথচ তার সামনে অনায়াসে ভোজন সাধনের পরিপূর্ণতা পায়। আমি একজনকে ভালোবেসেছিলাম। তাকে পাওয়ার জন্য তার কাছে যাওয়ার জন্য বার বার ছুটে গিয়েছি। তার দেখা পেলেও দেখার মতো দেখা হতো না। ইভান একদিন বুদ্ধি দিলো। তুই আজকে তার বাড়িতে যাবি!তারপর? বলছি শোন। যেয়ে ওর মায়ের সঙ্গে বন্ধুত্বের উদ্দেশে কথা বলতে থাকবি। ধীরে ধীরে ওর সম্পর্কে জানতে চাবি। তবে এগুলো জিজ্ঞেস করবি সে যেনো কোনো কিছু বুঝতে না পারে। তারপর? তারপরের টা পরে কালকে ওদের বাড়িতে যাবি। যা বলেছি এভাবে কাজ করবি। আশা করি তোর চাওয়া পূর্ণ হবে। আমি ও কথা মতো ও বাড়িতে গেলাম। যেয়ে লম্বা একটা সালাম। আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন? ওলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে আসলে। কোনোদিন আসো নাই। না আন্টি এ পথ দিয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম একটু ঘুরে যাই। তাহলে যাও সব কিছু ঘুরে দেখে এসো। কোনো কিছু ধরবে না যেনো। ঠিক আছে আন্টি। মনে বলতে লাগলাম ধরবে না এর মানে কি? কোনোকিছু সন্দেহ করলো নাকি। বাড়িতে এমন কিছুই নাই দেখার মতো। তাও বললো কিছু ধরবে না। বেরানোর কথা যখন বলেছি। আগে একটু দেখে নি। ও বাহিরে কোথাও আছে নাকি। আন্টি একটু বসি হুম বসো। দেখা হয়ে গেছে? জি আন্টি। আর কিছু বলবা? চাচতো ভাই বোন কোথায়? তাদেরকে দেখি না। ওরা আছে, ছেলেটাকে বাজারে পাঠাইছি। আর ইরানীর সামনে পরিক্ষা তো তাই পড়তে বসছে। যাইহোক অবশেষে একটা তথ্য পেলাম। মনে মনে কি ভাবছো? না আন্টি কিছু না। ইরানী তোমার পড়াশুনা কেমন চলছে? ভালো, সামনে যেহেতু পরিক্ষা তাই ভালো করে পরতে হবে। রেজাল্ট কিন্তু ভালো চাই। ও কোনো কথা বললো না। তোমার মা-বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে আন্টি। তুমি কি কোনো কাজবাজ করো? না শুধু ঘুরে বেড়াও? আপাতত কিছু করি না। তবে সামনে যাবো একটা চাকরিতে। ও আচ্ছা বেকার অবস্থায় মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও। বেকার তো, কাজবাজ নাই, তাই সবার বাড়ি যেয়ে একটু খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। চাকরি বাকরি হয়ে গেলে তো আর ঘুরে বেড়াতে পারবো না। তো আজকে কত জায়গা গেছে?আর বিগত দিন গুলোতেই বা কয়জনের বাড়িতে গেছো? অনেকের বাড়িতেই গেছি। সবার বাড়িতেই কি মেয়ে ছিলো? আন্টি কি বলছেন এসব। না তুমি তো জনদরদি নাকি আবার প্রেম দরদী। মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও। এই জন্য না বাঙালির ভালো করতে নাই। আমাদের দেশে এই একটা সমস্যা। মানুষ যখন কারো খোঁজ নেওয়া শুরু করে। তখন মনে করে কোনো একটা উদ্দেশ্যে কথা বলছে। মানুষ খোঁজ খবর নিবে ঠিক আছে? কিন্তু তোমার উদ্দেশ্য তো ভিন্ন। কি উদ্দেশ্য আমার? সেটা তুমি নিজে ভালো করে যানো? আমি নতুন করে কি বলবো। শোনো আমি মূর্খ না তুমি আসছো আমার বাড়িতে। কি জন্য এসেছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এখন বেকার না থেকে চাকরি বাকরি করো। তুমি যদি ভালো একটা চাকরি করো। তাহলে তুমি যাদেরকে খুঁজছো। তখন তোমাকে তারা খুঁজবে। আমার কথা কি বুঝতে পারছো। আমি বোকা হয়ে গেলাম। জি আন্টি বুঝছি। তাহলে এবার যাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৮/০১/২০২৪মজার কাহিনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০১/২০২৪অনবদ্য
-
ফয়জুল মহী ০৬/০১/২০২৪Very good