www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবাক মালপান

- জয়
মশাই , একটু মাল পাই কোথায় বলতে পারেন ? মাল্পাই , মাল্পাই এখন কোথায় পাবেন ? এটা তো মাল্পাই এর সময় না । গরম রসগোল্লা চান তো দিতে পারি ।
না না আমি তা বলিনি ।
না আপনি রসগোল্লা বলেন নি কিন্তু মাল্পাই চাচ্ছিলেন কিনা সে তো বিকালে বানাই । তাই বলছিলাম ।
না হে আমি মাল্পাই চাচ্ছিনে ।
চাচ্ছেন না তো , কোথায় পাব কোথায় পাব করছেন কেন ? খামকা এরকম করার মানে কি ?

কে হে গোপলা নাকি ?
আজ্ঞে না, আমি বিহারের লোক‒ একটু মালের খোঁজ কচ্ছিলুম ।
বল কিহে ? বিহার ছেড়ে এখেনে এয়েছ মালের খোঁজ করতে ? ‒ হাঃ, হাঃ, হাঃ । বলি ঘুম্‌‌ড়ির মাল খেয়েছো কোনোদিন ?
আজ্ঞে না, তা খাইনি -
খাওনি ? অ্যাঃ ! ঘুম্‌‌ড়ি হচ্ছে আমার মামাবাড়ি‒ আদত মালের জায়গা । সেখানকার যে মাল, সে কি বলব তোমায় ? কত মাল খেলাম‒
তা মশাই আপনার মাল আপনি মাথায় করে রাখুন‒ আপাতত এই রবিবার, যা হয় একটু মাল আমার গলায় পড়লেই চলবে‒

কি হে ? এত তর্কাতর্কি কিসের ?
আজ্ঞে না, তর্ক নয় । আমি মাল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না
আরে দূর দূর ! তুমিও যেমন ! জিজ্ঞেস করবার আর লোক পাওনি ? এটা মালের দেশ, বুঝলে , এখানে সব পাওয়া যায় ।
কিন্তু আজ রোববার আর তাছাড়া .........
তাতে কি রোববারে এ তো বেশি পাবে ।
না মানে আজ গান্ধী জয়ন্তী , ড্রাই ডে ।
ধুর ধুর । এ দেশে মনিষীরা শুধু ফটোতে থাকে , মনেতে নয় । ছোটবেলায় অবাক জলপান পড়েছিলে ? কে লিখেছিলেন বলতো ?
মনে নেই ।
দেখেছো , যাও যাও , মেলা বকিও না । অনেক কাজ আছে ।

না , মাল টাল চেয়ে আর কাজ নেই , একটু এগিয়ে দেখি বাংলা পাওয়া যায় নাকি ।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast