অশ্রু বরফ
মেঘের কেন আসে কান্না
কেন জল ঝরে মাটিতে ?
চিত্ত শূন্যতায় মেঘ জমে আছে
হৃদয় নামক এক ঘাটিতে ।
শুকনো পাতা আর ফুল
জীবন অপরাধের মাসুল
কতদিন হয়ে গেল জমানো
চোখের জলের বরফ এক বাটিতে ।
কেন জল ঝরে মাটিতে ?
চিত্ত শূন্যতায় মেঘ জমে আছে
হৃদয় নামক এক ঘাটিতে ।
শুকনো পাতা আর ফুল
জীবন অপরাধের মাসুল
কতদিন হয়ে গেল জমানো
চোখের জলের বরফ এক বাটিতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ০৯/১০/২০১৬Valo laglo
-
বিশ্বামিত্র ১৫/০৯/২০১৬ছোট কবিতাটি জীবনকে ভিতর থেকে জানতে সাহায্য করল,শুভেচ্ছা রইল।
-
অনুপ্রাণীত নজরুল ১৫/০৯/২০১৬ছোট কিন্তু ভাবার্থ ব্যপক
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৬ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৯/২০১৬ভাল হয়েছে
-
অঙ্কুর মজুমদার ১৪/০৯/২০১৬nice1..
-
সোলাইমান ১৪/০৯/২০১৬nice