নকল করাও প্রতিভা
জীবনলতা অবনতা তব চরণে ।
হরষগীত উচ্ছ্বসিত হে
কিরণমগন গগনে ।।
যারা জানে তাদের জন্য নয় , যারা জানে না তাদের জন্য । গান লেখা নিয়ে একটা আলোচনা তে জোর তর্ক, লেখা শুদ্ধ আর সুর ও প্রকৃত হতে হবে । কি করে বোঝাই নকল করা মানেই কলঙ্ক নয় যদি কানে দেবার যোগ্য হয় তো ।
স্পানিশ ফোক ,Auld Lang Sine - পুরানো সেই দিনের কথা ।
খ্রিস্টান হারমনি - আজি শুভদিনে পিতার ভবনে ।
বৈষ্ণব কীর্তন - আমার মল্লিকা বনে ।
বাংলা ফোক , দেখেছি রুপ্সাগরে - ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি ।
পিলু রাগ - তোমার সঙ্গে পরান খেলা ।
কর্ণাটক ক্লাসিকাল - একি লাবন্যে পূর্ণ প্রান ।
শুধু নকল করাটাই আসল নয় , প্রতিভার গুনগত মান ও দেখতে হবে । এই গানগুলো বাঙ্গালিদের অবিচ্ছেদ্য গান । অনু মলিকের নাম নিয়ে প্রতিভাটা লুকানো বোকাদের বৈশিষ্ট্য । আসলে সবকিছুর নকল হয় কিন্তু প্রতিভার নকল হয় না ।
হরষগীত উচ্ছ্বসিত হে
কিরণমগন গগনে ।।
যারা জানে তাদের জন্য নয় , যারা জানে না তাদের জন্য । গান লেখা নিয়ে একটা আলোচনা তে জোর তর্ক, লেখা শুদ্ধ আর সুর ও প্রকৃত হতে হবে । কি করে বোঝাই নকল করা মানেই কলঙ্ক নয় যদি কানে দেবার যোগ্য হয় তো ।
স্পানিশ ফোক ,Auld Lang Sine - পুরানো সেই দিনের কথা ।
খ্রিস্টান হারমনি - আজি শুভদিনে পিতার ভবনে ।
বৈষ্ণব কীর্তন - আমার মল্লিকা বনে ।
বাংলা ফোক , দেখেছি রুপ্সাগরে - ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি ।
পিলু রাগ - তোমার সঙ্গে পরান খেলা ।
কর্ণাটক ক্লাসিকাল - একি লাবন্যে পূর্ণ প্রান ।
শুধু নকল করাটাই আসল নয় , প্রতিভার গুনগত মান ও দেখতে হবে । এই গানগুলো বাঙ্গালিদের অবিচ্ছেদ্য গান । অনু মলিকের নাম নিয়ে প্রতিভাটা লুকানো বোকাদের বৈশিষ্ট্য । আসলে সবকিছুর নকল হয় কিন্তু প্রতিভার নকল হয় না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমরান হোসেন ২৬/০৮/২০১৬শেষের চরণের মাঝে হাজার মনীষীর চিন্তা লুকায়িত।
-
আনিসা নাসরীন ১৪/০৮/২০১৬ঠিক
-
প্রিয় ১৭/০৭/২০১৬শেষ লাইনটা আসাধারণ।
-
সালাম আলী আহসান ২৮/০৬/২০১৬হাঃ হাঃ।
-
পরশ ১০/০৬/২০১৬সঠিক বলেছেন
-
দীপঙ্কর বেরা ০৫/০৬/২০১৬দামী কথা
ঠিক বলেছেন -
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৬/২০১৬কবিতা নয়তো!
-
আজকের চাকরির বাজার বিডি.কম ০১/০৬/২০১৬বটে!!
-
গোপেশ দে ০১/০৬/২০১৬কথা গুলো বাস্তব
-
ফাহিম খান ৩১/০৫/২০১৬শেষ লাইন টুকু সুন্দর ছিল
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬অনু মলিক ,গান ,লিরিক ,প্রতিভা ।কিছুই বুঝলাম না!!! আমার মাথাটায় এত প্রবলেম কেন...!!!