কোনটা পাপ
প্রশ্ন হল কোনটা পাপ ? ধর্ম কে না মানা যদি পাপ তবে ধর্ম কোনটা ? জীবনের জন্য উপযুক্ত প্রিন্সিপ্যাল না অভেদ্য নিয়ম ? যদি নিয়ম হয় তবে ধর্ম বানিয়েছে কে? ভগবান না মানুষ? যদি মানুষ বানায় ধর্ম তবে কোনটা পাপ ?
এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ধর্ম গুরুদেব - এটাই তো শিখে এসেছি । শঙ্করাচার্জ কে এবং কতটা শিক্ষিত তা নিয়ে ভেবে কি লাভ ? ৪০০ বছরের নিয়ম ( নিয়ম ????) ভেঙ্গে মেয়েরা শনি মন্দিরে ঢুকতে পারছে বলে মেয়েদের উপর ধর্ষণ বাড়বে মতামত স্বরুপানন্দের । প্রশ্ন হল কোনটা পাপ ? ঈশ্বরের পূজা করা না ধর্ষণ ?
উত্তরাখণ্ডের বন্যায় ৫০০০ সাধারন মানুষ মারা যান । উত্তর এসেছে গুরুদেবের কাছ থেকে , লোকের মধুচন্দ্রিমা করার জন্য হয়েছে বন্যা । প্রশ্ন হল কোনটা পাপ ? শাস্ত্রে বলা দৈহিক মিলনের দ্বারা ঈশ্বর খোজার রাস্তাটা ভুল এবং পাপ ?
সত্যজিতের দেবী সিনেমার গল্প যদি পাপ নয় তবে গরিব, মানুষ উপকারী সাইবাবা কে মানা টা পাপ ? কাল্পনিক দেব দেবী কে না মেনে উপযুক্ত মানুষ কে পূজা করাটা পাপ ?
অদ্ভুত না ? আমরা ওরা গল্প শুধু রাজনীতিতে নয় ধর্মেও হয় ? পাপ পুন্য বিচার করার বুদ্ধির জন্য আমাদের ঈশ্বরীক ক্ষমতার দরকার, সাধারন লোকের দ্বারা হবে না । আমি তো ভালো আছি, কি হবে এসব নিয়ে ভেবে , এসব ভাবা পাপ । প্রশ্ন হল কোনটা পাপ ??
এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ধর্ম গুরুদেব - এটাই তো শিখে এসেছি । শঙ্করাচার্জ কে এবং কতটা শিক্ষিত তা নিয়ে ভেবে কি লাভ ? ৪০০ বছরের নিয়ম ( নিয়ম ????) ভেঙ্গে মেয়েরা শনি মন্দিরে ঢুকতে পারছে বলে মেয়েদের উপর ধর্ষণ বাড়বে মতামত স্বরুপানন্দের । প্রশ্ন হল কোনটা পাপ ? ঈশ্বরের পূজা করা না ধর্ষণ ?
উত্তরাখণ্ডের বন্যায় ৫০০০ সাধারন মানুষ মারা যান । উত্তর এসেছে গুরুদেবের কাছ থেকে , লোকের মধুচন্দ্রিমা করার জন্য হয়েছে বন্যা । প্রশ্ন হল কোনটা পাপ ? শাস্ত্রে বলা দৈহিক মিলনের দ্বারা ঈশ্বর খোজার রাস্তাটা ভুল এবং পাপ ?
সত্যজিতের দেবী সিনেমার গল্প যদি পাপ নয় তবে গরিব, মানুষ উপকারী সাইবাবা কে মানা টা পাপ ? কাল্পনিক দেব দেবী কে না মেনে উপযুক্ত মানুষ কে পূজা করাটা পাপ ?
অদ্ভুত না ? আমরা ওরা গল্প শুধু রাজনীতিতে নয় ধর্মেও হয় ? পাপ পুন্য বিচার করার বুদ্ধির জন্য আমাদের ঈশ্বরীক ক্ষমতার দরকার, সাধারন লোকের দ্বারা হবে না । আমি তো ভালো আছি, কি হবে এসব নিয়ে ভেবে , এসব ভাবা পাপ । প্রশ্ন হল কোনটা পাপ ??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ২৩/০৫/২০১৬
আর পাপ?? পাপটা আমাদের ভাববোধ থেকে আসে..কর্মে পাপ নেই কুকর্মে আছে ।