www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজ বসন্তের ফাল্গুন

জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে, লাগে মৃধু ভয়।

রাজ বসন্তের এই ঋতু, ফাল্গুনে!
রজনীগন্ধার সুবাস মাখা দিনে।
পারবো কি আমি,
পারবো কি ফোঠাতে সেই ফুল।
যার গন্ধে ভীম-ভৌমরা মৌমাছিও
হবে ব্যকুল।

কতনা কাটে বসন্ত, ঝড়াই বৃক্ষ পাতা।
পুস্তক হস্তে, সুস্থ হৃদয়ে ভাবি আমি!
ভাবি ফাল্গুনি কথা।

প্রতি ফাল্গুন আজো আমায় বলে,
ওহে,, কৌকিল তুই যাস নে, ছেড়ে আমায়।
তুই ছাড়া কি আমার রাজ বসন্তের চলে?

চুপ থাকিয়া, ক্ষণিক ভাবিয়া বলি আমি।
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে নিত্যন্ত লাগে মৃধু ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবনটা সত্যি চিরন্তন নয়!
    জীবনটা ধিরে ধিরে হচ্ছে ক্ষয়!
    তাইতো আমার মৃদু ভয়!!
    --------অনেক চমৎকার কবিতা ও তার ভাব!
    অনেক ভাল লাগলো কবির কবিতা। ধন্য হোক কবির জীবন চরিত্র।
    • জয় শর্মা ০১/০৫/২০১৬
      আপনার সুন্দর মন্তব্যেও এতটুকু খামতি নেই, ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
  • শ্রীরূপা লাহিড়ি ২৯/০৪/২০১৬
    বাহ!
  • বসন্তের পরশ...সুন্দর !
  • ধন্যবাদ কবি তোমাকে।
    অনেক সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
    • জয় শর্মা ১৬/০৪/২০১৬
      অনেক-অনেক ধন্যবাদ আপনাকেও। আপনাদের ভালোবাসা আমাদের আরও সুন্দর লিখার প্রেরণা যোগাই।
  • মাহাবুব ০৭/০৪/২০১৬
    বেশ কবিতাটা, কবি ভালোবাসা, শুভেচ্ছা।
  • খুব ভালো লাগলো ।

    ভালোবাসা নিরন্তর ।
    • জয় শর্মা ০৬/০৪/২০১৬
      সুন্দর মন্তব্যে বেশ আনন্দ পেলাম, খুব ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন।
  • ভাল লাগলো...যদিও আছে খানিকটা টাইপো ভুল....
  • শ.ম. শহীদ ০১/০৪/২০১৬
    কবিতা অনেক সুন্দর। তবে বেশ কিছু বানানে চোখ আটকে যায়। হয় ভুল নয় আঞ্চলিকতার ছোঁয়া। এর থেকে বেড়িয়ে আসা অবশ্যক।

    শুভেচ্ছা।
    • জয় শর্মা ০১/০৪/২০১৬
      ঠিক ধরেছেন, তবে এটি ছিল জীবনে লিখা প্রথম কবিতা।। অনেক ধন্যবাদ অধমেরে শ্রেয় দিয়েছেন।
  • সফি সুমন ২৪/০৩/২০১৬
    থাকিয়া, ভাবিয়া- অতি সাধুতে আসলো কিনা...
  • অনন্য
  • প্রদীপ চৌধুরী. ২৩/০৩/২০১৬
    ভাল লাগলো
  • তারুণ্যে স্বাগত। অনেক বানান ভুল আছে। শুদ্ধ করে নিন।
 
Quantcast