রাজ বসন্তের ফাল্গুন
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে, লাগে মৃধু ভয়।
রাজ বসন্তের এই ঋতু, ফাল্গুনে!
রজনীগন্ধার সুবাস মাখা দিনে।
পারবো কি আমি,
পারবো কি ফোঠাতে সেই ফুল।
যার গন্ধে ভীম-ভৌমরা মৌমাছিও
হবে ব্যকুল।
কতনা কাটে বসন্ত, ঝড়াই বৃক্ষ পাতা।
পুস্তক হস্তে, সুস্থ হৃদয়ে ভাবি আমি!
ভাবি ফাল্গুনি কথা।
প্রতি ফাল্গুন আজো আমায় বলে,
ওহে,, কৌকিল তুই যাস নে, ছেড়ে আমায়।
তুই ছাড়া কি আমার রাজ বসন্তের চলে?
চুপ থাকিয়া, ক্ষণিক ভাবিয়া বলি আমি।
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে নিত্যন্ত লাগে মৃধু ভয়।
তাইতো মনে, লাগে মৃধু ভয়।
রাজ বসন্তের এই ঋতু, ফাল্গুনে!
রজনীগন্ধার সুবাস মাখা দিনে।
পারবো কি আমি,
পারবো কি ফোঠাতে সেই ফুল।
যার গন্ধে ভীম-ভৌমরা মৌমাছিও
হবে ব্যকুল।
কতনা কাটে বসন্ত, ঝড়াই বৃক্ষ পাতা।
পুস্তক হস্তে, সুস্থ হৃদয়ে ভাবি আমি!
ভাবি ফাল্গুনি কথা।
প্রতি ফাল্গুন আজো আমায় বলে,
ওহে,, কৌকিল তুই যাস নে, ছেড়ে আমায়।
তুই ছাড়া কি আমার রাজ বসন্তের চলে?
চুপ থাকিয়া, ক্ষণিক ভাবিয়া বলি আমি।
জীবনটা চিরন্তন নয়।
তাইতো মনে নিত্যন্ত লাগে মৃধু ভয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহা, লুকমান রাকীব ৩০/০৪/২০১৬
-
শ্রীরূপা লাহিড়ি ২৯/০৪/২০১৬বাহ!
-
নিয়াজ উদ্দিন সুমন ২৫/০৪/২০১৬বসন্তের পরশ...সুন্দর !
-
মোহাম্মদ রবিউল ইসলাম ১৬/০৪/২০১৬ধন্যবাদ কবি তোমাকে।
অনেক সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। -
মাহাবুব ০৭/০৪/২০১৬বেশ কবিতাটা, কবি ভালোবাসা, শুভেচ্ছা।
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৬/০৪/২০১৬খুব ভালো লাগলো ।
ভালোবাসা নিরন্তর । -
নিয়াজ উদ্দিন সুমন ০৩/০৪/২০১৬ভাল লাগলো...যদিও আছে খানিকটা টাইপো ভুল....
-
শ.ম. শহীদ ০১/০৪/২০১৬কবিতা অনেক সুন্দর। তবে বেশ কিছু বানানে চোখ আটকে যায়। হয় ভুল নয় আঞ্চলিকতার ছোঁয়া। এর থেকে বেড়িয়ে আসা অবশ্যক।
শুভেচ্ছা। -
সফি সুমন ২৪/০৩/২০১৬থাকিয়া, ভাবিয়া- অতি সাধুতে আসলো কিনা...
-
মনিরুজ্জামান জীবন ২৩/০৩/২০১৬অনন্য
-
প্রদীপ চৌধুরী. ২৩/০৩/২০১৬ভাল লাগলো
-
দেবব্রত সান্যাল ২৩/০৩/২০১৬তারুণ্যে স্বাগত। অনেক বানান ভুল আছে। শুদ্ধ করে নিন।
জীবনটা ধিরে ধিরে হচ্ছে ক্ষয়!
তাইতো আমার মৃদু ভয়!!
--------অনেক চমৎকার কবিতা ও তার ভাব!
অনেক ভাল লাগলো কবির কবিতা। ধন্য হোক কবির জীবন চরিত্র।