প্রেম নগরী
ধরণী মোর প্রেম নগরী!
বারিধর এর চলছে প্রেম
ছুটে আসা ঐ বৃষ্টিজলে,
মেঘেরা ঘেষে করছে প্রেম
নীল রঙিন ঐ গগন তলে,
মৌমাছিদের জুটছে প্রেম
সাদা-কালো নানান ফুলে,
প্রাসাদকূট জোড়া মিলে
পবন নীড়ে ভেসে চলে।
নিশিতে দেখ চলছে প্রেম
ছোট্ট সুধাকর আর গগনের,
ইতিহাস'টা না বদলানো
শেষ নেই যেন এই ভ্রমণের।
ভোর প্রভাতে শিশিরজল
প্রেম করে যাই ঘাসের সনে,
ঝমঝমিয়ে প্রেম করে খগ
কিচিরমিচির শব্দে রণে।
মাটির বুকে বৃক্ষাদি-
এই প্রেমের যে নেই সমাধি।
বাধা নেইকো এই প্রেমেতে
নেই যে কোন প্রহরী,
এইতো মোদের বিশাল ভুবন-
আমাদের'ই প্রেম নগরী।
বারিধর এর চলছে প্রেম
ছুটে আসা ঐ বৃষ্টিজলে,
মেঘেরা ঘেষে করছে প্রেম
নীল রঙিন ঐ গগন তলে,
মৌমাছিদের জুটছে প্রেম
সাদা-কালো নানান ফুলে,
প্রাসাদকূট জোড়া মিলে
পবন নীড়ে ভেসে চলে।
নিশিতে দেখ চলছে প্রেম
ছোট্ট সুধাকর আর গগনের,
ইতিহাস'টা না বদলানো
শেষ নেই যেন এই ভ্রমণের।
ভোর প্রভাতে শিশিরজল
প্রেম করে যাই ঘাসের সনে,
ঝমঝমিয়ে প্রেম করে খগ
কিচিরমিচির শব্দে রণে।
মাটির বুকে বৃক্ষাদি-
এই প্রেমের যে নেই সমাধি।
বাধা নেইকো এই প্রেমেতে
নেই যে কোন প্রহরী,
এইতো মোদের বিশাল ভুবন-
আমাদের'ই প্রেম নগরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৬
-
জয় ২৪/০৫/২০১৬সপ্নের প্রেমনগরী
-
দ্বীপ সরকার ২৩/০৫/২০১৬নাইস
-
অঙ্কুর মজুমদার ২৩/০৫/২০১৬সুন্দর কবিতা
-
নীরব ঘোষ জয় ২৩/০৫/২০১৬সুন্দর লিখেছেন।
thanking