www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিশ্চুপ প্রতিশোধ

সড়ক এ পড়ে থাকতে দেখেছি তোমারে
গাঁ ছিমছিম করছিল আমার,
লোহিত বর্ণে টলমল-
কেশর যেন ছড়িয়ে আছে তোমার।
বুঝেছি সে দিন...!
ভালোবাসা কারে কয়,
ভালোবাসা রাঙ্গিয়ে তোলা কিছু মুহূর্ত
ক্ষণিক এর জেগে উঠা কিছু অভিনয়।
লেগেছে মিছেকান্নাই ভাসছে-
আমার দুই আঁখি, কিন্তু না-
বুঝেছি স্ফূতর্ত আমার শেষ
তুমি দিয়েছ মোরে ফাঁকি।
মিনতি আমার রাখবে জানতাম
ভাবিনি রাখবে এভাবে,
আজ নিজেকে ক্ষমা করতে পারবো না,
ভুলতে পারবো না,
আমার ভালো চেয়ে তুমি-
ধরণী রে ছাড়লে কীভাবে...।
আমি তো চাইনি তোমার নিধন
চেয়েছি শুধু দূরে ঠেলে দিতে,
বুঝলে না কেন এই প্রয়াস
তুমি বৃথাই দিয়েছ প্রাণ ত্যাগ
মেতেছ মিছেমিছি নিশ্চুপ প্রতিশোধ নিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সৈয়দ শরীফ ১৯/০৫/২০১৬
    বাহ্, অসাধারণ
  • হাসান কাবীর ১০/০৫/২০১৬
    বেশ লিখেছেন, ভালো লেগেছে।
  • একরামুল হক ০৮/০৫/২০১৬
    দারুন
    • জয় শর্মা ০৮/০৫/২০১৬
      ধন্যবাদ প্রিয়।
  • মৃণ্ময় আলম ০৮/০৫/২০১৬
    ভাল লাগলো। অসাধারণ কবি
  • চমৎকার। হৃদয় ছোয়া অনুভূতি...
  • শ্রীরূপা লাহিড়ি ০২/০৫/২০১৬
    সুন্দর
 
Quantcast