খুকি
দিবা-রাত্রি প্রতিনিয়ত ভাবনায় আমার; খুকি
শেষ বেলায় ছেড়ে গেল আমায় একা রাখি।
তখন শুধু একটি প্রশ্ন মনে জায়গা করে নিতো,
খুকি তোরে ছাড়া এই প্রাণ আমার রবে তো?
না জানি কেমনে বাচব তোরে ছাড়া।
মৃধু হাসি দিয়ে খুকি যখন শুকতারা টি দেখত,
পাসে পাহারাদার সুধাকরও যেন লজ্জা পেত।
খুকিরে, বহমান হাওয়া যেন আলতো ছুয়ে যেত।
জানো...
খুকির মনে অনেক যাতনা মা তার হারিয়েছে শৈশবে
বাবা হয়ে সঙ্গী ছিলাম আমি তার কৈশরে।
সদ্য খুকির হয়েছিল পথ চলা শুরু,
কেন জানিনা...?
শুখতারাটিতে মিলিয়ে নিয়েছে খুকিরে গুরু।
অগ্রে করেছিলাম কি দোষ জানা নেই।
ঈশ আমারে দিয়েছে শুধু অনলের মত আয়াস,
তবু বেচে থাকার জন্য আজ আমার বৃথা প্রয়াস।
প্রতিপত্তি বিনাশ আমার একলা পথ চলি,
পুলিন হারা পথিক হয়ে সবাইরে শুধু-
অতিতের কথা বলি।
শেষ বেলায় ছেড়ে গেল আমায় একা রাখি।
তখন শুধু একটি প্রশ্ন মনে জায়গা করে নিতো,
খুকি তোরে ছাড়া এই প্রাণ আমার রবে তো?
না জানি কেমনে বাচব তোরে ছাড়া।
মৃধু হাসি দিয়ে খুকি যখন শুকতারা টি দেখত,
পাসে পাহারাদার সুধাকরও যেন লজ্জা পেত।
খুকিরে, বহমান হাওয়া যেন আলতো ছুয়ে যেত।
জানো...
খুকির মনে অনেক যাতনা মা তার হারিয়েছে শৈশবে
বাবা হয়ে সঙ্গী ছিলাম আমি তার কৈশরে।
সদ্য খুকির হয়েছিল পথ চলা শুরু,
কেন জানিনা...?
শুখতারাটিতে মিলিয়ে নিয়েছে খুকিরে গুরু।
অগ্রে করেছিলাম কি দোষ জানা নেই।
ঈশ আমারে দিয়েছে শুধু অনলের মত আয়াস,
তবু বেচে থাকার জন্য আজ আমার বৃথা প্রয়াস।
প্রতিপত্তি বিনাশ আমার একলা পথ চলি,
পুলিন হারা পথিক হয়ে সবাইরে শুধু-
অতিতের কথা বলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৫/০৪/২০১৬ভালো।
-
মনিরুজ্জামান জীবন ০৫/০৪/২০১৬অসাধারণ শব্দশৈলী।
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৪/২০১৬ভাল হয়েছে
-
মাহাবুব ০৪/০৪/২০১৬বানান ভুল আছে, কবি, তবে শুভেচ্ছা কবিতাটা ভালো হয়েছে, আবেগময়।
-
খন্দকার মো: আকতার উজ জামান সুমন ০৪/০৪/২০১৬খুকির জন্য অনকে শুভ কামনা রইলো
-
পরশ ০৪/০৪/২০১৬ভাল লাগলো
-
দেবব্রত সান্যাল ০৪/০৪/২০১৬আবেগময় কবিতায় না চাইলেও বলতে হয় , বানান ভুল শোধরানোর বিশেষ প্রয়োজন। ভাষা , ছন্দের উন্নতি প্রয়োজন।