ছলনাময়ী
পাকা রাস্তাটি হেঠে চলি আমি
ভাবনা অতি চুপিসারে,
রাস্তার পাশে দালানবাড়ি থেকে
কেও বুঝি আমায় উকি মারে।
পরক্ষণে একটু হেসে ফেলি
ভুল ভাবনা জন্ম নিয়েছে আমার তরে,
কারে বুঝাবো আমি কত বেসেছি ভালো-
সেদিনের সেই ছলনাময়ী অঙ্গনারে।
এইতো কিছুদিন আগেও
মেয়েটির প্রেম প্রমোদে ভাসতাম আমি,
মেয়েটিও আদরে-আদরে আমার-
হয়েছিল অনেক দামি।
আজকে আর নেই সে আমার
হয়েছে প্রভুর দাসী,
হে ধাতা রাখিও তারে সুখে।
ভালোবাসায় দিলাম ফাঁশি।
ভাবনা অতি চুপিসারে,
রাস্তার পাশে দালানবাড়ি থেকে
কেও বুঝি আমায় উকি মারে।
পরক্ষণে একটু হেসে ফেলি
ভুল ভাবনা জন্ম নিয়েছে আমার তরে,
কারে বুঝাবো আমি কত বেসেছি ভালো-
সেদিনের সেই ছলনাময়ী অঙ্গনারে।
এইতো কিছুদিন আগেও
মেয়েটির প্রেম প্রমোদে ভাসতাম আমি,
মেয়েটিও আদরে-আদরে আমার-
হয়েছিল অনেক দামি।
আজকে আর নেই সে আমার
হয়েছে প্রভুর দাসী,
হে ধাতা রাখিও তারে সুখে।
ভালোবাসায় দিলাম ফাঁশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইবাদ বিন সিদ্দিক ২৮/০৩/২০১৬চমতকার লিখেছেন। শুভেচ্ছা জানবেন কবি।
-
মনিরুজ্জামান জীবন ২৭/০৩/২০১৬বিমোহিত।