ছড়া (শৈশব)
মন আমার উড়তে চাই
দূরন্ত ঐ মেঘের ভেলাই,
খুশিতে মন ধুলছে দোলাই
উঠবো মেতে দুঃখ ভোলাই।
মাতবো মোরা বৈশাখের-
প্রমোদ স্পৃহাই,
নভোমন্ডুলে উড়বো মোরা,
মহাপ্রয়াণ কেও দিবো হারাই।
বারিধরেও ভাসবো মোরা,
প্রাসাদকুক্কুট যেমন -
অন্তরীক্ষে জোড়া জোড়া।
বায়ুভুকেও ভয় করি না
ইচ্ছে মোদের সংগি হলে,
অলয় অবয়ব থাকবো মোরা
অমরেশ্বর সংগ দিলে।
দূরন্ত ঐ মেঘের ভেলাই,
খুশিতে মন ধুলছে দোলাই
উঠবো মেতে দুঃখ ভোলাই।
মাতবো মোরা বৈশাখের-
প্রমোদ স্পৃহাই,
নভোমন্ডুলে উড়বো মোরা,
মহাপ্রয়াণ কেও দিবো হারাই।
বারিধরেও ভাসবো মোরা,
প্রাসাদকুক্কুট যেমন -
অন্তরীক্ষে জোড়া জোড়া।
বায়ুভুকেও ভয় করি না
ইচ্ছে মোদের সংগি হলে,
অলয় অবয়ব থাকবো মোরা
অমরেশ্বর সংগ দিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০৫/০৪/২০১৬অনন্য।
-
খন্দকার মো: আকতার উজ জামান সুমন ০৪/০৪/২০১৬ইচ্ছে শক্তি মানুষকে অন্যরকম প্রেরণা দেয় ।
-
দ্বীপ সরকার ০৪/০৪/২০১৬সুন্দর।
-
জয় শর্মা ০৪/০৪/২০১৬ধন্যবাদ।...
-
রফিকুল জসিম ০৪/০৪/২০১৬খুব ভারো লেগেছে।