(শিশুতোষ ছড়া) বিড়াল ভিখি
লেকের ধারে চুপটি করে
বিড়াল ভিখি যাই লেজটি নেড়ে
কিছুদূর যাওয়ার পরে-
তাকাই একটু পিছন ফিরে
পিছন থেকে অনেক জোরে
দু'চার কুকুর আসছে তেড়ে।
বিড়াল ভিখি একটু বেঁকে
পাশের বড় গাছটি দেখে
অনেক জোরে ছুটে চলে।
কুকুর গুলো আসছে ঠিকি
যাচ্ছে আবার পিছন চলে,
কারন আমার বিড়াল ভিখি
বড় গাছটির মগ-ডালে।
বিড়াল ভিখি যাই লেজটি নেড়ে
কিছুদূর যাওয়ার পরে-
তাকাই একটু পিছন ফিরে
পিছন থেকে অনেক জোরে
দু'চার কুকুর আসছে তেড়ে।
বিড়াল ভিখি একটু বেঁকে
পাশের বড় গাছটি দেখে
অনেক জোরে ছুটে চলে।
কুকুর গুলো আসছে ঠিকি
যাচ্ছে আবার পিছন চলে,
কারন আমার বিড়াল ভিখি
বড় গাছটির মগ-ডালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।