জয় শর্মা
জয় শর্মা-এর ব্লগ
-
এই মুক্ত জীবনে স্বল্প সন্ধানে
চলছে সবাই পথ,
অল্প পেয়ে অধিক হারিয়ে;
তবু- [বিস্তারিত] -
হয়ত ক্ষণিক হইয়াছিল দেরি,
আমি আসিতে।
ভাবিছি বাড়াইয়া দিব,
প্রেম আমার ফূসরতে। [বিস্তারিত] -
ধরণী মোর প্রেম নগরী!
বারিধর এর চলছে প্রেম
ছুটে আসা ঐ বৃষ্টিজলে,
মেঘেরা ঘেষে করছে প্রেম [বিস্তারিত] -
সড়ক এ পড়ে থাকতে দেখেছি তোমারে
গাঁ ছিমছিম করছিল আমার,
লোহিত বর্ণে টলমল-
কেশর যেন ছড়িয়ে আছে তোমার। [বিস্তারিত] -
মেঠো বর্ণ গায়ের বরণ, 'লম্বা
সেই পাখির ঠোট'।
চঞ্চলিয়া! 'সেই পাখির চলন'।
এই বৃক্ষ হতে ওই বৃক্ষ 'তার ছুটে চলা- [বিস্তারিত] -
তুমি কাছের মানুষ
দূরে গেলে এই পরাণ হয় চুরমার,
তুমি ঝর্ণাধারা
আলাদাভাবে তুলনা হয় না তোমার। [বিস্তারিত] -
আকাশের কালো মেঘ টুকু
আজ আমি তোমাকে দিতে চাই,
সর্বহারা হয়ে 'তিমির গড়িয়ে'
প্রেম ত্যাজ্য করে যাই। [বিস্তারিত] -
গোলাপ-পাপড়ি ঠোট তোমার
লাজুক-হরিণী চোখ,
শ্যামল বরণ গায়ের রঙ-
আমার; কাপিয়ে তোলে বুক। [বিস্তারিত] -
মোর স্বপ্নের আবাসস্থল...!
এখানে নেই এতটুকু সুখ,
নেই কোন নূতনত্ব-
পুরাতন যত; সবই হয়তো চেনা মুখ। [বিস্তারিত] -
ছোট্ট ফড়িং তিড়িং-বিড়িং
উড়ে চলে বাতাসে,
একটি গাছের পানে চেয়ে
মৃধু করে হাসে। [বিস্তারিত] -
বোনটি আমার চুপটি করে
নিরবে সয়েছে ব্যথা,
নিদারুণ যেন চলছে-চলবে
মানুষ রুপী; পিশাচের প্রথা। [বিস্তারিত] -
দিবা-রাত্রি প্রতিনিয়ত ভাবনায় আমার; খুকি
শেষ বেলায় ছেড়ে গেল আমায় একা রাখি।
তখন শুধু একটি প্রশ্ন মনে জায়গা করে নিতো,
খুকি তোরে ছাড়া এই প্রাণ আমার রবে তো? [বিস্তারিত] -
মন আমার উড়তে চাই
দূরন্ত ঐ মেঘের ভেলাই,
খুশিতে মন ধুলছে দোলাই
উঠবো মেতে দুঃখ ভোলাই। [বিস্তারিত] -
জীবন যুদ্ধে এই বৈদেশে
পেলো না কেও ঠাই,
দেশের মানুষ মা-বাবারে
স্বপ্নে দেখে যাই। [বিস্তারিত] -
চঞ্চল প্রভাত আমি তখন
অঘর নিদ্রারত,
বঞ্চিত প্রেম আমার এখন-
আয়াস অবিরত। [বিস্তারিত]
- ১
- ২