Words
শব্দের অতিপ্রাকৃত ক্ষমতা আছে ,যা জীবনকে পাল্টে দিতে পারে ।শব্দের এমন ক্ষমতা রয়েছে যা বিরাট কিছু সৃষ্টি করতে পারে ,অপরদিকে ধ্বংস করতে পারে আরো বিশাল কিছুকেও ।কখনো একটা রাজ্য আবার পুরো বিশ্বকেও ।।
শব্দকে আমরা সাধারণ আলোচনার জন্য ব্যবহার করি যা আবার হতাশ আমাদেরকে আশা দেয় ।দিতে পারে জীবনের শেষ সম্বল এক খন্ড খড়কুটো দিয়ে বিশ্বজয়ের মন্ত্রণা ।
একটা কথা একটা রক্তক্ষয়ী যুদ্ধের সৃষ্টি করতে পারে ।একটা কথা বা শব্দ পারে সেই যুদ্ধে বিজয়ী করতে আবার পরাজিত করতেও ।।এই শব্দই আবার যেকোন যুদ্ধ থামিয়ে দিতে যথেষ্ট ।
মটুঃ আপনার কথায় শব্দ বেছে নিন খুবই আন্তরিক হোন ।কারণ এই মুহূর্তে যে কথাটি আপনি বলছেন ,এই শব্দটিই আপনার নিয়তি গড়ে দিতে পারে ।
শব্দকে আমরা সাধারণ আলোচনার জন্য ব্যবহার করি যা আবার হতাশ আমাদেরকে আশা দেয় ।দিতে পারে জীবনের শেষ সম্বল এক খন্ড খড়কুটো দিয়ে বিশ্বজয়ের মন্ত্রণা ।
একটা কথা একটা রক্তক্ষয়ী যুদ্ধের সৃষ্টি করতে পারে ।একটা কথা বা শব্দ পারে সেই যুদ্ধে বিজয়ী করতে আবার পরাজিত করতেও ।।এই শব্দই আবার যেকোন যুদ্ধ থামিয়ে দিতে যথেষ্ট ।
মটুঃ আপনার কথায় শব্দ বেছে নিন খুবই আন্তরিক হোন ।কারণ এই মুহূর্তে যে কথাটি আপনি বলছেন ,এই শব্দটিই আপনার নিয়তি গড়ে দিতে পারে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ২৪/০৫/২০১৬হুম , উক্তি নিয়ে যুক্তি ভাবার সময় আসছে ।
-
সাইদুর রহমান ১৩/০১/২০১৬সুন্দর প্রকাশ।
-
আজিজুল হক ওয়াসিম ১১/০১/২০১৬অসাধারণ লিখনি
-
মনিরুজ্জামান জীবন ১০/০১/২০১৬অসাধারণ অভিব্যক্তির লেখা।
-
পরশ ০৯/০১/২০১৬valo
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/০১/২০১৬ধ্রুব সত্যের মতো কথামালা। আসলেই তাই। ধন্যবাদ লেখককে।