www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি হেথায় ।স্বপ্ন বুনাই

আমি সকাল সাঁঝে ,নূপুর লয়ে
তাড়িয়ে বেড়াই তোমার খোঁজে ।
তোমার ছায়া ছুবো বলে
স্পর্শিব তোমার ঐ অম্বর-হাত;
ঝুনঝুনুবে আমার পাতাল
তোমার পায়ের তালে ।
আমি নিজ হাতে পরিয়ে দিব
নূপুর তোমার পায়ে ।

কি মধুর ছন্দে- দুলবে তোমার পা ।
আমি দেখব তোমায়
স্বপ্ন হেথায়;বুনিয়ে বেড়াই
কোথায় তুমি?আমি খুঁজি তোমায় ।

আমি সকাল সাঁঝে ,তোমায় ভেবে
স্বপ্ন বুনি আপন মনে ।
আসবে তুমি কোন সে কবে?
ভালবাসা ছড়িয়ে যাবে
জরিয়ে যাবে আমায়
সেই দিনটি কবে-
আমি ভালবাসবো তোমায় ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাল
  • রাসেল আহাম্মেদ ২৯/০১/২০১৬
    দারুণ কবিতা।
  • শৈল্পিক।
  • দারুণ।
  • কবি , আপনার কবিতায় আরও কিছু বানান ভুল আছে।
    সাঁঝে , ছোঁয়া।
    অম্বর কি অর্থে ব্যবহার করেছেন জানিনা , (Ambergris ) ? আকাশ অর্থে হাতের সাথে কষ্টকল্পিত।
    আপনি নিয়মিত লেখক , আপনার কাছ থেকে ভালো লেখার আশায় থাকলাম।
    • জে এস সাব্বির ২৫/১২/২০১৫
      আসলে "অম্বর-হাত" দ্বারা আমি একটা শব্দ বোঝাতে চাচ্ছিলাম । হাতকে বিশালতা দেওয়ার একটু চেষ্টা মাত্র ।বানানগুলি শুধরে নিতে চেষ্টা করেছি । ধন্যবাদ পাশে থাকার জন্য ।
  • নূরুল ইসলাম ২১/১২/২০১৫
    অপূর্ব ছান্দসিক কবিতা।
    ধন্যবাদ কবি।
  • খোঁজে,
    খুঁজি,
    বেড়াই

    ঠিক করে নিন কবি।
    • জে এস সাব্বির ২১/১২/২০১৫
      ভুল গুলি দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ।কবিতাটি পড়ার জন্য আরো একবার ধন্যবাদ ।

      ভালো থাকবেন সবসময় ।
  • সুন্দর ভাবনা। বেশ রুমান্টিক।
    নূপুর,
  • মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫
    সুন্দর কবিতা লিখেছেন|
    • জে এস সাব্বির ২১/১২/২০১৫
      ধন্যবাদ ।
      কেন সুন্দর ,একটু দেখিয়ে দিলে আরো বেশী ভাল লাগত ।
      • মোঃ মুলুক আহমেদ ২১/১২/২০১৫
        ছন্দের সুন্দর মিল আছে।
        প্রিয়জন কে পাবার সুন্দর ভাব ফুটে উঠেছে কবিতায়।
  • নির্ঝর ২০/১২/২০১৫
    সুন্দর
 
Quantcast