আমি হেথায় ।স্বপ্ন বুনাই
আমি সকাল সাঁঝে ,নূপুর লয়ে
তাড়িয়ে বেড়াই তোমার খোঁজে ।
তোমার ছায়া ছুবো বলে
স্পর্শিব তোমার ঐ অম্বর-হাত;
ঝুনঝুনুবে আমার পাতাল
তোমার পায়ের তালে ।
আমি নিজ হাতে পরিয়ে দিব
নূপুর তোমার পায়ে ।
কি মধুর ছন্দে- দুলবে তোমার পা ।
আমি দেখব তোমায়
স্বপ্ন হেথায়;বুনিয়ে বেড়াই
কোথায় তুমি?আমি খুঁজি তোমায় ।
আমি সকাল সাঁঝে ,তোমায় ভেবে
স্বপ্ন বুনি আপন মনে ।
আসবে তুমি কোন সে কবে?
ভালবাসা ছড়িয়ে যাবে
জরিয়ে যাবে আমায়
সেই দিনটি কবে-
আমি ভালবাসবো তোমায় ।।
তাড়িয়ে বেড়াই তোমার খোঁজে ।
তোমার ছায়া ছুবো বলে
স্পর্শিব তোমার ঐ অম্বর-হাত;
ঝুনঝুনুবে আমার পাতাল
তোমার পায়ের তালে ।
আমি নিজ হাতে পরিয়ে দিব
নূপুর তোমার পায়ে ।
কি মধুর ছন্দে- দুলবে তোমার পা ।
আমি দেখব তোমায়
স্বপ্ন হেথায়;বুনিয়ে বেড়াই
কোথায় তুমি?আমি খুঁজি তোমায় ।
আমি সকাল সাঁঝে ,তোমায় ভেবে
স্বপ্ন বুনি আপন মনে ।
আসবে তুমি কোন সে কবে?
ভালবাসা ছড়িয়ে যাবে
জরিয়ে যাবে আমায়
সেই দিনটি কবে-
আমি ভালবাসবো তোমায় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : মাহফুজুর রহমান পুষ্প ১৫/০২/২০১৬বেশ ভাল
-
রাসেল আহাম্মেদ ২৯/০১/২০১৬দারুণ কবিতা।
-
মনিরুজ্জামান জীবন ১১/০১/২০১৬শৈল্পিক।
-
জুনায়েদ বি রাহমান ০৪/০১/২০১৬দারুণ।
-
দেবব্রত সান্যাল ২৪/১২/২০১৫কবি , আপনার কবিতায় আরও কিছু বানান ভুল আছে।
সাঁঝে , ছোঁয়া।
অম্বর কি অর্থে ব্যবহার করেছেন জানিনা , (Ambergris ) ? আকাশ অর্থে হাতের সাথে কষ্টকল্পিত।
আপনি নিয়মিত লেখক , আপনার কাছ থেকে ভালো লেখার আশায় থাকলাম। -
নূরুল ইসলাম ২১/১২/২০১৫অপূর্ব ছান্দসিক কবিতা।
ধন্যবাদ কবি। -
রুহুল আমীন রৌদ্র. ২১/১২/২০১৫খোঁজে,
খুঁজি,
বেড়াই
ঠিক করে নিন কবি। -
রুহুল আমীন রৌদ্র. ২১/১২/২০১৫সুন্দর ভাবনা। বেশ রুমান্টিক।
নূপুর, -
মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫সুন্দর কবিতা লিখেছেন|
-
নির্ঝর ২০/১২/২০১৫সুন্দর