প্রিয়ার দু’চোখ
প্রিয়ার দু’চোখ
__ শান্ত চৌধুরী
প্রিয়া
তোমার দু’চোখে এত মায়া তোমার দু’চোখে কি এত যাদু?তোমার দু’চোখের মায়ায় আমি ডুবে থাকি,পৃথিবীর কোন রূপ আমাকে আকর্ষণ করেনা,তোমার কাজল কালো চোখ দুটো আামাকে যতটা আকর্ষণ করে। তুমি রূপের পরী,তোমাার তুলনা শুধু তুমি,তোমার সাথে প্রথম দেখার দিন থেকে তোমাকে এক সেকেন্ডের জন্যও ভুলতে পারিনা,অথচ দিন যায় মাস যায় শুধু তুমি আামার হারিয়ে যাওনা।হৃদয়পটে তোমাকে এঁকে নিয়েছি একান্ত আপন করে। তুমি শুধুই আমার,এক একটি দিন আমার হাজার বছরের মতো মনে হয় তোমাকে না দেখলে,নিঃসঙ্গ মনে হয় গাঙচিলের মতো। আমার আত্মায় তোমার বিচরণ তুমি আমার স্বপ্নের রানী।তোমাকে একান্ত আমার করে বুকে ঠাই দিয়েছি,আমার ভাবনা আমার তাপস্য শুধুই তুমি।
প্রিয়া আমার হিয়ার মাঝে তোমার ছবি এঁকেছি।তোমার ঐ মায়াবী হরিণী কালো দুচোখের মায়ায় আমি হারিয়েছি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি,একান্ত আমার করে।অবহেলায় তারিয়ে দিওনা তাহলে অন্তপুরের ক্ষতে আমি নিক্ষিপ্ত হবো!দুঃখের কারাগারে অবলিলায় হারিয়ে যাবো,স্বপ্নময় ভূবনের অগচরে।
__ শান্ত চৌধুরী
প্রিয়া
তোমার দু’চোখে এত মায়া তোমার দু’চোখে কি এত যাদু?তোমার দু’চোখের মায়ায় আমি ডুবে থাকি,পৃথিবীর কোন রূপ আমাকে আকর্ষণ করেনা,তোমার কাজল কালো চোখ দুটো আামাকে যতটা আকর্ষণ করে। তুমি রূপের পরী,তোমাার তুলনা শুধু তুমি,তোমার সাথে প্রথম দেখার দিন থেকে তোমাকে এক সেকেন্ডের জন্যও ভুলতে পারিনা,অথচ দিন যায় মাস যায় শুধু তুমি আামার হারিয়ে যাওনা।হৃদয়পটে তোমাকে এঁকে নিয়েছি একান্ত আপন করে। তুমি শুধুই আমার,এক একটি দিন আমার হাজার বছরের মতো মনে হয় তোমাকে না দেখলে,নিঃসঙ্গ মনে হয় গাঙচিলের মতো। আমার আত্মায় তোমার বিচরণ তুমি আমার স্বপ্নের রানী।তোমাকে একান্ত আমার করে বুকে ঠাই দিয়েছি,আমার ভাবনা আমার তাপস্য শুধুই তুমি।
প্রিয়া আমার হিয়ার মাঝে তোমার ছবি এঁকেছি।তোমার ঐ মায়াবী হরিণী কালো দুচোখের মায়ায় আমি হারিয়েছি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি,একান্ত আমার করে।অবহেলায় তারিয়ে দিওনা তাহলে অন্তপুরের ক্ষতে আমি নিক্ষিপ্ত হবো!দুঃখের কারাগারে অবলিলায় হারিয়ে যাবো,স্বপ্নময় ভূবনের অগচরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২০/০৮/২০১৮বেশ ভাল লাগল।লিখে যান অফুরান, ধন্যবাদ ।
-
জহির রহমান ২৭/০৭/২০১৮দীর্ঘদিন কাগজে লেখা এরকম চিঠি পড়িনি
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৭/২০১৮ভাল
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৮বেশ ভাল লাগল।লিখে যান অফুরান।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৭/২০১৮ভাল