শহুরে জীবন
ধূসর ধূলিকণায় মিশে গেছে এ শহর
নিস্তব্ধতায় নেমে গেছে কোলাহল।
খেয়ালের জানালায়
উকি দিয়ে যায় নিঃসঙ্গতা।
অনাদরে অবহেলায় হারিয়ে
যায় মায়ের চিরকুট।
এই শহুরে জীবন চলছে
অবিরাম কালের স্রোত।
প্রতিক্ষার প্রহর নেই
এলোমেলো ভাবনায় কেটে যায় বেলা।
ফেরারী স্টেশনে থেমে নেই কোন গাড়ী
রঙ তামাশার শহর জুড়ে
শুধু মিথ্যে ছলনা।
শহুরে জীবন (গান)
_____শান্ত চৌধুরী
নিস্তব্ধতায় নেমে গেছে কোলাহল।
খেয়ালের জানালায়
উকি দিয়ে যায় নিঃসঙ্গতা।
অনাদরে অবহেলায় হারিয়ে
যায় মায়ের চিরকুট।
এই শহুরে জীবন চলছে
অবিরাম কালের স্রোত।
প্রতিক্ষার প্রহর নেই
এলোমেলো ভাবনায় কেটে যায় বেলা।
ফেরারী স্টেশনে থেমে নেই কোন গাড়ী
রঙ তামাশার শহর জুড়ে
শুধু মিথ্যে ছলনা।
শহুরে জীবন (গান)
_____শান্ত চৌধুরী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৬/১১/২০১৭ভালো লিখা, আরো বেশি বেশি আশা করি।
-
সুজয় সরকার ১৬/১১/২০১৭অনুতাপও কবির ছোঁয়ায় এত সুন্দর হতে ওঠে!
-
কামরুজ্জামান সাদ ১৬/১১/২০১৭আমার দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে হয়।
-
সোলাইমান ১৬/১১/২০১৭সুন্দর ব্যঙ্গ কবিতা।
অতি সুন্দর উপস্থাপনা।
কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম। -
কে. পাল ১৬/১১/২০১৭Sundor
-
সাঁঝের তারা ১৫/১১/২০১৭ভালো