শ্যামা মেয়ে
শ্যামা মেয়ে
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
তোরি খুঁজে খুঁজে চিরায়ত
হিয়া,দু চোখে প্লাবন।
মধুবনে ফুলে ফুলে
প্রজাপতি ডানা মেলে
সুবাসে পুলকিত মন ।
তুই হীনা হৃদয়ে
রক্ত ক্ষরণ - ধুকে ধুকে
বহে প্রবাহ স্রোতের বহন।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
রাঙা ঠোঁট তোর গোলাপের
পাপড়ী মাখা।
চোখ দুটি আলপনার
তুলি।তোরে আমি খুঁজি
রঞ্জিত ধূলির পখর রোদে
ঘুঘু ডাকা শুন্যময় নিস্তব্দ গাঁয়ে।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
বিরহের অনলে পুড়ে
দাহ - মরম হিল্লোল।
চন্দ্রজিত তুই
স্বপ্নের স্নিগ্ধ কায়া।
বিরহের দাবানলে
দেহ সলিল,ব্যথিত বেদন।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
(কোন এক পরন্ত বিকেলে দেখিছিলাম শ্যামা মেয়ে কে,অপলক দু নয়ন খোঁজে যায় অজানায়)।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
তোরি খুঁজে খুঁজে চিরায়ত
হিয়া,দু চোখে প্লাবন।
মধুবনে ফুলে ফুলে
প্রজাপতি ডানা মেলে
সুবাসে পুলকিত মন ।
তুই হীনা হৃদয়ে
রক্ত ক্ষরণ - ধুকে ধুকে
বহে প্রবাহ স্রোতের বহন।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
রাঙা ঠোঁট তোর গোলাপের
পাপড়ী মাখা।
চোখ দুটি আলপনার
তুলি।তোরে আমি খুঁজি
রঞ্জিত ধূলির পখর রোদে
ঘুঘু ডাকা শুন্যময় নিস্তব্দ গাঁয়ে।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
বিরহের অনলে পুড়ে
দাহ - মরম হিল্লোল।
চন্দ্রজিত তুই
স্বপ্নের স্নিগ্ধ কায়া।
বিরহের দাবানলে
দেহ সলিল,ব্যথিত বেদন।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
(কোন এক পরন্ত বিকেলে দেখিছিলাম শ্যামা মেয়ে কে,অপলক দু নয়ন খোঁজে যায় অজানায়)।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/০১/২০১৭খুব ভালো। অনেক ধন্যবাদ। ভালো থাকুন
-
কে. পাল ২৪/০১/২০১৭সুন্দর
-
মোহাম্মদ সফিউল হক ২৩/০১/২০১৭বাহ্
-
Anjon Ch.Acharjee ২৩/০১/২০১৭ভালো হয়েছে বন্ধু। আমার পাতাতে আপনার মতামত কামনা করছি।
-
শান্ত চৌধুরী ১২/০১/২০১৭কি সমস্যা কবিতাটি এখনও প্রকাশ হয়নি কেন ?
-
শান্ত চৌধুরী ০৯/০১/২০১৭কত দিন পর কবিতা প্রকাশ হয় আপনাদের