উদার
উদার
মোঃ জাহাঙ্গীর হোসাইন
মনটা যদি বড় করো,
উদাস হাওয়া লাগবে তোমার গায়।
মাটির কাছে থেকো,
থাকবে গাছেরও ছায়ায়।
খোলা মাঠে যদি
তাকাও চারিদিকে,
ভালো হবে মনটা তোমার,
যতই খারাপ থাকে।
নদীর কাছে যাবে যদি ,
সচ্ছ হবে মন,
অহংকারে ভুগবে না আর,
যতই থাকুক ধন।
সবুজ মাঠে মুক্ত বাতাস,
বুক ভরে নিবে,
অসুখ বিসুখ থাকবে না তো,
সুস্থতা দিবে।
সৎ ভাবে জীবন যাপন,
সহজ কথা নয়।
লোভ লালসা বাদ দিয়ে,
জীবনে চলতে হয়।
মোঃ জাহাঙ্গীর হোসাইন
মনটা যদি বড় করো,
উদাস হাওয়া লাগবে তোমার গায়।
মাটির কাছে থেকো,
থাকবে গাছেরও ছায়ায়।
খোলা মাঠে যদি
তাকাও চারিদিকে,
ভালো হবে মনটা তোমার,
যতই খারাপ থাকে।
নদীর কাছে যাবে যদি ,
সচ্ছ হবে মন,
অহংকারে ভুগবে না আর,
যতই থাকুক ধন।
সবুজ মাঠে মুক্ত বাতাস,
বুক ভরে নিবে,
অসুখ বিসুখ থাকবে না তো,
সুস্থতা দিবে।
সৎ ভাবে জীবন যাপন,
সহজ কথা নয়।
লোভ লালসা বাদ দিয়ে,
জীবনে চলতে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ০৯/০১/২০২১সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২১মন হোক উদার।
-
পি পি আলী আকবর ০৪/০১/২০২১অসাধারণ উপস্থাপনা
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০১/২০২১সবার মন বড় হোক।
-
ফয়জুল মহী ০৩/০১/২০২১মাশাআল্লাহ , কোমল মনের ভাবনা ।
-
সাখাওয়াত হোসেন ০৩/০১/২০২১দারুণ ভাবনার বহিঃপ্রকাশ।