নববর্ষ
নববর্ষ
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
নতুন বছর আসবে হয় তো নতুন কিছু নিয়ে,
কারও হবে জন্ম আবার কারও হবে বিয়ে।
কেউ যাবে দুরে আবার কেউ আসবে কাছে,
কেউ হাঁসবে কেউ কাঁদবে,কেউ থাকবে মাঝে,
জটিল একটা সময় এখন পৃথিবীতে হায়,
করোনারই হাত থেকে মুক্তি সবায় চায়।
দুঃখের দিন চায় না যেতে থাকবে আপাততঃ।
কষ্টই হবে ধরে রাখা সুখের দিন যত।
অবসানে পুরাতন আর নতুন আগমনে,
থামবে না তো সময় তার কালের বিবর্তনে।
আসবে মানুষ যাবে মানুষ দু'টাই হলো নিদান ,
চলে যেতে কষ্ট ভারী যা পৃথিবীর বিধান।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
নতুন বছর আসবে হয় তো নতুন কিছু নিয়ে,
কারও হবে জন্ম আবার কারও হবে বিয়ে।
কেউ যাবে দুরে আবার কেউ আসবে কাছে,
কেউ হাঁসবে কেউ কাঁদবে,কেউ থাকবে মাঝে,
জটিল একটা সময় এখন পৃথিবীতে হায়,
করোনারই হাত থেকে মুক্তি সবায় চায়।
দুঃখের দিন চায় না যেতে থাকবে আপাততঃ।
কষ্টই হবে ধরে রাখা সুখের দিন যত।
অবসানে পুরাতন আর নতুন আগমনে,
থামবে না তো সময় তার কালের বিবর্তনে।
আসবে মানুষ যাবে মানুষ দু'টাই হলো নিদান ,
চলে যেতে কষ্ট ভারী যা পৃথিবীর বিধান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ৩১/১২/২০২০বলিহারি
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১২/২০২০ইংরেজি নতুন বছর।
-
ফয়জুল মহী ৩১/১২/২০২০অসাধরন লেখা,
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/১২/২০২০শুভেচ্ছা রইলো
-
সাখাওয়াত হোসেন ৩১/১২/২০২০শুভেচ্ছা ও শুভকামনা রইলো হে সুপ্রিয় কবি।