সোনার হরিণ
সোনার হরিণ
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
ছুটছে মানুষ দলে দলে,
ধরতেই হবে ছলে কি বলে!
একবার যদি ধরা যায়,
স্বার্থক তার জন্ম বলা যায়।
সরকারী চাকরি নামক সোনার হরিণ,
বাঃকি সুন্দর তার ডালানো শিং!
ধরতে পেরেছে যে,
তার পিছে লাগে কে?
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
ছুটছে মানুষ দলে দলে,
ধরতেই হবে ছলে কি বলে!
একবার যদি ধরা যায়,
স্বার্থক তার জন্ম বলা যায়।
সরকারী চাকরি নামক সোনার হরিণ,
বাঃকি সুন্দর তার ডালানো শিং!
ধরতে পেরেছে যে,
তার পিছে লাগে কে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১২/২০২০
-
সাখাওয়াত হোসেন ২১/১২/২০২০অনন্য কাব্যিক প্রকাশ হে সুপ্রিয় কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/১২/২০২০সুন্দর।
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ২১/১২/২০২০রুপক কবিতা ❤️
-
ফয়জুল মহী ২১/১২/২০২০অনিন্দ্য সুন্দর লেখা l
-
পি পি আলী আকবর ২১/১২/২০২০ভালো
সময়ের সাবলিল উচ্চারণ।