পিচ্চি মুক্তি বাহিনী
পিচ্চি মুক্তি বাহিনী
মোঃ জাহাঙ্গীর হোসাইন
শান্তি নগর গ্রামে,
খায়েশ জাগিল শিশুদের মনে।
স্বাধীন করিবো দেশ,
সাজিয়া সৈনিকের বেশ।
বানিয়ে অস্ত্র মহড়া দিলাম তাতে,
জয়া বাংলা মুখে,অস্ত্র সবার হাতে।
মনে পড়ে গেল আজ,
শিশু মনের সেই সব কাজ।
কেউ মিলিটারি সেজেছিলাম,
কেউ মুক্তি বাহিনী হয়ে গেলাম।
যুদ্ধ হইল, লুটিয়ে পড়িল কেহ,
মনে হইল প্রাণ ছাড়া পড়ে আছে নিথর দেহ।
স্বাধীন হইল দেশ,
আমরাও কিন্তু শ্লোগান দিয়েছি বেশ!
সেই সব কীর্তি প্রতিটি গ্রামের,
সাহস কি যোগায়নি বড়দের?
তাই আমরা পিচ্চি মুক্তি বাহিনী,
ভুলা যায় কি সেই সব কাহিনী!
মোঃ জাহাঙ্গীর হোসাইন
শান্তি নগর গ্রামে,
খায়েশ জাগিল শিশুদের মনে।
স্বাধীন করিবো দেশ,
সাজিয়া সৈনিকের বেশ।
বানিয়ে অস্ত্র মহড়া দিলাম তাতে,
জয়া বাংলা মুখে,অস্ত্র সবার হাতে।
মনে পড়ে গেল আজ,
শিশু মনের সেই সব কাজ।
কেউ মিলিটারি সেজেছিলাম,
কেউ মুক্তি বাহিনী হয়ে গেলাম।
যুদ্ধ হইল, লুটিয়ে পড়িল কেহ,
মনে হইল প্রাণ ছাড়া পড়ে আছে নিথর দেহ।
স্বাধীন হইল দেশ,
আমরাও কিন্তু শ্লোগান দিয়েছি বেশ!
সেই সব কীর্তি প্রতিটি গ্রামের,
সাহস কি যোগায়নি বড়দের?
তাই আমরা পিচ্চি মুক্তি বাহিনী,
ভুলা যায় কি সেই সব কাহিনী!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ১৮/১২/২০২০খুব ভাল
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/১২/২০২০সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/১২/২০২০স্মৃতি অম্লান। সুন্দর।
-
ফয়জুল মহী ১৮/১২/২০২০খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা ।