ছেলে বেলা
ছেলে বেলা
মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ছিলো না গায়ে চাদর,
ছিল মায়ের আঁচল,
সেই ছোট্ট কালে,
শীতের সকালে।
ঠোঁটে কাঁপন,
জারকাটা শরীরে,
বরফগলা জলে,
টাকি,পুঁটি ধরে,
চুপটি করে বসে,
ছিটকে গাছের পাশে,
কুয়াশায় বক শিকারে।
কখনো কুড়িয়ে,
নাড়া জ্বালিয়ে ,
আগুন তাপানো!
ডানপিটে সেই দিনগুলি
চির-ভাস্বর,
চির-অম্লান,
স্মৃতির গগনে।
মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ছিলো না গায়ে চাদর,
ছিল মায়ের আঁচল,
সেই ছোট্ট কালে,
শীতের সকালে।
ঠোঁটে কাঁপন,
জারকাটা শরীরে,
বরফগলা জলে,
টাকি,পুঁটি ধরে,
চুপটি করে বসে,
ছিটকে গাছের পাশে,
কুয়াশায় বক শিকারে।
কখনো কুড়িয়ে,
নাড়া জ্বালিয়ে ,
আগুন তাপানো!
ডানপিটে সেই দিনগুলি
চির-ভাস্বর,
চির-অম্লান,
স্মৃতির গগনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ১৮/১২/২০২০চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ হে সুপ্রিয় কবি।
-
পি পি আলী আকবর ১৮/১২/২০২০সুন্দর
-
সাখাওয়াত হোসেন ১৭/১২/২০২০চমৎকার মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয় কবি।
-
সাখাওয়াত হোসেন ১৭/১২/২০২০চমৎকার অনুভূতির কাব্যিক বহিঃপ্রকাশ হে সুপ্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০২০সুন্দর!
-
ফয়জুল মহী ১৭/১২/২০২০অপূর্ব চিন্তায় অত্যন্ত পরিপাটি লেখা।