হে বিজয়
হে বিজয়
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
পাটের ক্ষেতে লুকিয়ে লুকিয়ে,
দেখেছি হে স্বাধীনতা!
বেতের ঝোপে পালিয়েছি কত,
হৃদয়ে সে সব কথা গাথা।
যদিও ছিলাম ছোট্ট তখন,
যত দুর মনে পড়ে।
পালিয়ে বেড়িয়েছি নদীর চরে,
থাকতে পারিনি ঘরে।
মাছ ধরতে গিয়ে দেখেছি কত,
গোলাগুলির শব্দ!
মুক্তি বাহিনীর আক্রমণে,
পাকসেনা হয়েছে স্তব্ধ।
তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি
বিজয় এসেছে ঘরে।
কত মা বোন জীবন করিল উৎসর্গ,
সম্মাম পেল না পরে।
বিজয় দিবস এলে মনে পরে
সে সবস্মৃতি বারবার,
স্মরন করবো তাঁদের শ্রদ্ধায়,
যাঁরা এনেছে স্বাধীন দ্বার।
চির-ভাস্বর,চির-অম্লান
হে মুক্তি সেনা,
তোমাদের গৌরব গাথা,
জীবনের বিনিময়ে আনা।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
পাটের ক্ষেতে লুকিয়ে লুকিয়ে,
দেখেছি হে স্বাধীনতা!
বেতের ঝোপে পালিয়েছি কত,
হৃদয়ে সে সব কথা গাথা।
যদিও ছিলাম ছোট্ট তখন,
যত দুর মনে পড়ে।
পালিয়ে বেড়িয়েছি নদীর চরে,
থাকতে পারিনি ঘরে।
মাছ ধরতে গিয়ে দেখেছি কত,
গোলাগুলির শব্দ!
মুক্তি বাহিনীর আক্রমণে,
পাকসেনা হয়েছে স্তব্ধ।
তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি
বিজয় এসেছে ঘরে।
কত মা বোন জীবন করিল উৎসর্গ,
সম্মাম পেল না পরে।
বিজয় দিবস এলে মনে পরে
সে সবস্মৃতি বারবার,
স্মরন করবো তাঁদের শ্রদ্ধায়,
যাঁরা এনেছে স্বাধীন দ্বার।
চির-ভাস্বর,চির-অম্লান
হে মুক্তি সেনা,
তোমাদের গৌরব গাথা,
জীবনের বিনিময়ে আনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১২/১২/২০২০অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/১২/২০২০Beautiful post.
-
ফয়জুল মহী ১০/১২/২০২০Wonderful writen
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১২/২০২০সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১০/১২/২০২০ভা ল।