বরশীতে জিয়ালা
বরশীতে জিয়ালা
মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ঘুটঘুটে অন্ধকারে, নিজেকে নাহি যায় দেখা,
কাঁচির চড়ে নদীর পারে, শুধুই আমি একা।
সাথী যারা ছিল, চলে গিয়েছে বাড়ি,
রাতের খাবার আনতে হবে তাড়াতাড়ি,
গভীর রাতে আঁধার তাতে একা থাকা ভয়,
ভূত-পেত্নী একা পেয়ে কি জানি কি কয়।
পানি খেলো বলো করে নদীর কিনারে,
বরশীতে জিয়ালা দিয়েছি যেখানে,
মনে হয় মাছ বুঝি ধরিল বড়সড়,
দুই বার দৌড়ে গেলাম ভয়ে জড়সড়।
লাইটের আলোতে,মালুম হইল না কিছু,
মনে হইল পিছাস যদি লয় পিছু।
সাথীরা আসিলে গেলাম বরশীর কাছে,
মাছ তো ধরে নাই ভয় হইল মিছে।
মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ঘুটঘুটে অন্ধকারে, নিজেকে নাহি যায় দেখা,
কাঁচির চড়ে নদীর পারে, শুধুই আমি একা।
সাথী যারা ছিল, চলে গিয়েছে বাড়ি,
রাতের খাবার আনতে হবে তাড়াতাড়ি,
গভীর রাতে আঁধার তাতে একা থাকা ভয়,
ভূত-পেত্নী একা পেয়ে কি জানি কি কয়।
পানি খেলো বলো করে নদীর কিনারে,
বরশীতে জিয়ালা দিয়েছি যেখানে,
মনে হয় মাছ বুঝি ধরিল বড়সড়,
দুই বার দৌড়ে গেলাম ভয়ে জড়সড়।
লাইটের আলোতে,মালুম হইল না কিছু,
মনে হইল পিছাস যদি লয় পিছু।
সাথীরা আসিলে গেলাম বরশীর কাছে,
মাছ তো ধরে নাই ভয় হইল মিছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২০সুন্দর স্মৃতিময় কবিতা।
-
কুমারেশ সরদার ০৮/১২/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১২/২০২০wonderful
-
ফয়জুল মহী ০৭/১২/২০২০Wonderful pome
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/১২/২০২০চমৎকার।