চাঁদকে ভালবাসি
চাঁদকে ভালবাসি
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
আমি চাঁদকে ভালবাসি-
তাই রাতে আকাশে চেয়ে হাসি।
চেয়ে চেয়ে শুধু সৌন্দর্য হেরিবো,
ভালবেসে তবুও তোমার মনকে কেড়িবো।
তোমার অপরূপে পৃথিবী মাতোয়ারা,
আমি কি না পারি হয়ে আত্মহারা।
তুমি হাসো বসে দুর আকাশে,
সেই হাসির আভা ঝরে পড়ে মোর আসে পাশে।
দূর থেকে শুধুই তোমায় চেয়ে চেয়ে দেখি,
কখনো তৃপ্ত, কখনো ভিজে মোর আঁখি।
চাই না কখনো তোমায় মোর পাশে,
দুরেই থাকো, তোমার হেরিবো ভালবেসে।
তাই চাঁদকে ধরতে বাড়াবো না হাত,
গালি দেবে না কেহ বলে বামুনের জাত।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
আমি চাঁদকে ভালবাসি-
তাই রাতে আকাশে চেয়ে হাসি।
চেয়ে চেয়ে শুধু সৌন্দর্য হেরিবো,
ভালবেসে তবুও তোমার মনকে কেড়িবো।
তোমার অপরূপে পৃথিবী মাতোয়ারা,
আমি কি না পারি হয়ে আত্মহারা।
তুমি হাসো বসে দুর আকাশে,
সেই হাসির আভা ঝরে পড়ে মোর আসে পাশে।
দূর থেকে শুধুই তোমায় চেয়ে চেয়ে দেখি,
কখনো তৃপ্ত, কখনো ভিজে মোর আঁখি।
চাই না কখনো তোমায় মোর পাশে,
দুরেই থাকো, তোমার হেরিবো ভালবেসে।
তাই চাঁদকে ধরতে বাড়াবো না হাত,
গালি দেবে না কেহ বলে বামুনের জাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ০৪/১২/২০২০রাতে আধারে চাঁদের হাসিকে ভালবাসি
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/১২/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১২/২০২০ভাল।
-
ফয়জুল মহী ০৩/১২/২০২০খুব আকর্ষণীয় লেখা ।