পরিশ্রম
পরিশ্রম
-মোঃজাহাঙ্গীর হোসাইন
কাজকে কখনো করিবে না ঘৃণা,
সম্পদ কি অর্জন হবে পরিশ্রম বিনা?
হাত গুটিয়ে রবে না তুমি এই ভবে।
পরিশ্রম ছাড়া কে কি পেয়েছে কবে?
লোভ লালসা, বৃথা আশা মনে যেন নাহি রয়,
মহৎ সাধনা তোমার, তাহাতে ধরিবে ক্ষয়।
বিপথে যাওয়ার খোলা আছে বহু রাস্তা,
সঠিক পথে চলার মনে থাকা চাই আস্থা।
উদ্দেশ্য থাকিবে সৎ,পরিশ্রমে করিবে না ভয়,
সাফল্য তোমার অপেক্ষায় জানিবে নিশ্চয়।
সময়কে ব্যবহার করো, না করো অপচয়,
নিশ্চয়ই একদিন হবে তোমারই জয়।
-মোঃজাহাঙ্গীর হোসাইন
কাজকে কখনো করিবে না ঘৃণা,
সম্পদ কি অর্জন হবে পরিশ্রম বিনা?
হাত গুটিয়ে রবে না তুমি এই ভবে।
পরিশ্রম ছাড়া কে কি পেয়েছে কবে?
লোভ লালসা, বৃথা আশা মনে যেন নাহি রয়,
মহৎ সাধনা তোমার, তাহাতে ধরিবে ক্ষয়।
বিপথে যাওয়ার খোলা আছে বহু রাস্তা,
সঠিক পথে চলার মনে থাকা চাই আস্থা।
উদ্দেশ্য থাকিবে সৎ,পরিশ্রমে করিবে না ভয়,
সাফল্য তোমার অপেক্ষায় জানিবে নিশ্চয়।
সময়কে ব্যবহার করো, না করো অপচয়,
নিশ্চয়ই একদিন হবে তোমারই জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/১২/২০২০অনন্য সৃজন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/১২/২০২০সুপরামর্শ, সুন্দর চিন্তার কবিতা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১২/২০২০খুবই ভালো। পরিশ্রম কখনও বৃথা যায় না।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১২/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ০২/১২/২০২০ভালো লাগলো