কর্ম ফল
কর্ম ফল
- মোঃ জাহাঙ্গীর হোসাইন।
কষ্টের পরে সুখ,
আশায় বাঁধি বুক।
বিশ্বাসে মিলে,
অবিশ্বাসে ঢিলে।
কর্মের ফল,
হয় টলমল।
ধৈর্য্যশীলদের হাতে,
সাফল্য মিলে তাতে।
সহজে পায় কেহ,
কেউ মাটি করে দেহ।
অবহেলা যদি রয়,
পরাজয় নিশ্চয়।
ভাগ্য নিয়ে তাই,
কোন বিতর্ক নাই।
- মোঃ জাহাঙ্গীর হোসাইন।
কষ্টের পরে সুখ,
আশায় বাঁধি বুক।
বিশ্বাসে মিলে,
অবিশ্বাসে ঢিলে।
কর্মের ফল,
হয় টলমল।
ধৈর্য্যশীলদের হাতে,
সাফল্য মিলে তাতে।
সহজে পায় কেহ,
কেউ মাটি করে দেহ।
অবহেলা যদি রয়,
পরাজয় নিশ্চয়।
ভাগ্য নিয়ে তাই,
কোন বিতর্ক নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২০সত্য!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/১১/২০২০বেশ ভালো হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০২০বেশ!
-
ফয়জুল মহী ২৫/১১/২০২০বাহ্! অসাধারণ