একাকী নদীর পারে
একাকী নদীর পারে
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বসেছিলাম আনমনে,
একাকী নদীর পারে।
উদাস হইল মন,
কাশফুলের ধারে।
পাখির পালকের মত,
উড়ে যায় দুরে।
হাত ছানি দিয়ে ডাকে,
চলছে সে উড়ে।
মনে হয় ফিরে ফিরে চায়
মন বলে ডাকি তারে,
পরীর মত উড়ে ,
নদীর কিনারে।
শরৎকালে নদীর পারে,
কলমির বেগুনি রঙের ফুল।
মনে হয় ছুঁই তারে,
মনটা যে বড়ো ব্যাকুল।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বসেছিলাম আনমনে,
একাকী নদীর পারে।
উদাস হইল মন,
কাশফুলের ধারে।
পাখির পালকের মত,
উড়ে যায় দুরে।
হাত ছানি দিয়ে ডাকে,
চলছে সে উড়ে।
মনে হয় ফিরে ফিরে চায়
মন বলে ডাকি তারে,
পরীর মত উড়ে ,
নদীর কিনারে।
শরৎকালে নদীর পারে,
কলমির বেগুনি রঙের ফুল।
মনে হয় ছুঁই তারে,
মনটা যে বড়ো ব্যাকুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ০৮/১১/২০২০প্রকৃতি প্রেমিক
-
আব্দুর রহমান আনসারী ০৮/১১/২০২০সুন্দর উপস্থাপনা
-
ফয়জুল মহী ০৭/১১/২০২০অনন্য উপস্থাপন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/১১/২০২০হৃদয় আকুল হবেই।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/১১/২০২০একাকী নদীর পারে থাকলে মন আনচান করে। ভালো লিখেছেন কবি।