মাকাল ফল
মাকাল ফল
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
টাই পড়ি চাকরি করি,
চাকর কিন্তু নই।
দুধ পঁচলে কুখাদ্য নয়,
তৈরি হয় দই।
মাকাল ফলের রঙটা সুন্দর,
গর্ব ছিল ভারী।
গর্ব হলো পতনের মূল,
ভিতর কালো তারই।
সৃষ্টির তারতম্যের রহস্য
বুঝা বড়ো দায়।
জ্ঞানী খুঁজে মর্মকথা,
অজ্ঞান কিন্তু নয়।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
টাই পড়ি চাকরি করি,
চাকর কিন্তু নই।
দুধ পঁচলে কুখাদ্য নয়,
তৈরি হয় দই।
মাকাল ফলের রঙটা সুন্দর,
গর্ব ছিল ভারী।
গর্ব হলো পতনের মূল,
ভিতর কালো তারই।
সৃষ্টির তারতম্যের রহস্য
বুঝা বড়ো দায়।
জ্ঞানী খুঁজে মর্মকথা,
অজ্ঞান কিন্তু নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/১১/২০২০অসাধারণ লেখনী
-
হাজেরা কোরেশী অপি ০৫/১১/২০২০এক কথায় চমৎকার।
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০সত্য কথন
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০২০কথা সত্য। বেশ!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১১/২০২০সুন্দর সত্য কথন।
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০অপূর্ব লিখনী