কর্জ-ধার
কর্জ ধার
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
এক দিকে সওয়াব অন্য দিকে উপকার!
ভাল অভ্যাসের সেতু বন্ধন কর্জ-ধার।
আদান-প্রদানের অভ্যাস গড়ে মনে,
শিশুদের মধ্যেও প্রভাব ফেলে সেই সনে।
চেনা যায় প্রতিবেশী আত্মীয়-স্বজন।
উপকারে জন্য পাশে থাকে কোন জন।
সত্তর গুণ বেশি সওয়াব কর্জ-ধারে ভাই,
সত্য ত্যাগ করে দান করার চেয়েও পাই।
ঠকবাজদের কারসাজিতে আজ
বন্ধ হতে চলেছে এমন মহৎ কাজ।
টাকা চাইতে গেলে মুখ হয়ে যায় কালো।
মনে হয় টাকা কর্জ না দিলেই ছিল ভালো।
কর্জ নিয়ে কারও ভাবা উচিত নয় নিজের টাকা।
কৃতজ্ঞতা ভরে শুকরিয়া করিও নয়লে সব ফাকা
কখনও কখনও টাকার জন্য বন্ধু হয় শত্রু,
বড় কষ্ট, হায়রে টাকা চোখে ঝরে অশ্রু।
ব্যাংক থেকে লোন নিলে সুদ দিতে হয়,
পরকাল বলে কি নেই তোদের ভয়।
কত যে মহৎ উদ্যোগ ধার-কর্জ
এর জন্য লাগে প্রচুর ধৈর্য্য সহ্য।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
এক দিকে সওয়াব অন্য দিকে উপকার!
ভাল অভ্যাসের সেতু বন্ধন কর্জ-ধার।
আদান-প্রদানের অভ্যাস গড়ে মনে,
শিশুদের মধ্যেও প্রভাব ফেলে সেই সনে।
চেনা যায় প্রতিবেশী আত্মীয়-স্বজন।
উপকারে জন্য পাশে থাকে কোন জন।
সত্তর গুণ বেশি সওয়াব কর্জ-ধারে ভাই,
সত্য ত্যাগ করে দান করার চেয়েও পাই।
ঠকবাজদের কারসাজিতে আজ
বন্ধ হতে চলেছে এমন মহৎ কাজ।
টাকা চাইতে গেলে মুখ হয়ে যায় কালো।
মনে হয় টাকা কর্জ না দিলেই ছিল ভালো।
কর্জ নিয়ে কারও ভাবা উচিত নয় নিজের টাকা।
কৃতজ্ঞতা ভরে শুকরিয়া করিও নয়লে সব ফাকা
কখনও কখনও টাকার জন্য বন্ধু হয় শত্রু,
বড় কষ্ট, হায়রে টাকা চোখে ঝরে অশ্রু।
ব্যাংক থেকে লোন নিলে সুদ দিতে হয়,
পরকাল বলে কি নেই তোদের ভয়।
কত যে মহৎ উদ্যোগ ধার-কর্জ
এর জন্য লাগে প্রচুর ধৈর্য্য সহ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০তুলনারহিত ভাবনায় ভরপুর
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী ।
-
শ.ম. শহীদ ০৪/১১/২০২০অসামান্য অনুভূতি।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০২০কথা সত্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/১১/২০২০কর্জ-ধার, নয়কো ভালো।