বাবার ইচ্ছে
বাবার ইচ্ছে
- মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বাবা বলেছিলেন -
আমি ইন্জিনিয়ারের মামা,
ইন্জিনিয়ারের দুলাভাই,
নিজের ছেলেকে কি করে,
ইন্জিনিয়ার বানাই।
বড়ো অবিশ্বাস্য!
নুন আনতে, পান্তা ফুরায়,
জমি চিরিয়া ফসল ফলাই,
কোন বছর কাটতে পারি,
কোন বছর পানিতে তলাইয়া যায়।
অভাব, আষ্টে-পিষ্টে লেগে আছে,
শরীরে- মনে কোন শক্তি নাই।
মনের আশা মনে রেখে,
বাবা গেলেন পরপারে,
যেখান থেকে ফিরে আসার,
কোনো উপায় নাই।
আত্মীয় বলো,সমাজ বলো,
অসময়ে সব ফাঁকি,
যদিও কথাটা ভীষণ কঠিন,
তবুও বলতে চাই।
এই সমাজ!আত্মীয় স্বজন,
আপনজন!বড়ো আপন,
কেউ পাশে নাই।
সমাজে এমন লোক আছে,
অপবাদ সাদে,
তিরস্কার করে, যদি পারে,
পায়ের নিচে পিছিয়ে,
মারতে চায়।
মনের জোর, গায়ে শক্তি,
মেধা আর বুদ্ধি বলে,
যুদ্ধ করতে চাই।
দেখি অভাব অনটন,
থাকে কতক্ষণ,
সবচেয়ে বড় কথা,
মানুষ হতে চাই।
সেবারের মাধ্যমিকে,
ফলাফল মোটও ভালো হয়নি তাতে,
হাতে গুনা পাশ,নাম আছে তাতে,
আফসোসের কিছুই নাই।
স্রোতের প্রতিকূলে,অভাব অনটনের সাগরে,
সাঁতরাতে সাঁতরাতে, খড়কুটোর ধরে,
বাঁচার তাগিদে, মানুষ হওয়ার,
যুদ্ধ চালাইয়া যাই।
সৃষ্টি কর্তার রহমতে,
বাবার ইচ্ছে হইল পূরণ টিকই,
ইন্জিনিয়ার হওয়ার খবরটা,
বাবা তো পায় নাই।
- মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বাবা বলেছিলেন -
আমি ইন্জিনিয়ারের মামা,
ইন্জিনিয়ারের দুলাভাই,
নিজের ছেলেকে কি করে,
ইন্জিনিয়ার বানাই।
বড়ো অবিশ্বাস্য!
নুন আনতে, পান্তা ফুরায়,
জমি চিরিয়া ফসল ফলাই,
কোন বছর কাটতে পারি,
কোন বছর পানিতে তলাইয়া যায়।
অভাব, আষ্টে-পিষ্টে লেগে আছে,
শরীরে- মনে কোন শক্তি নাই।
মনের আশা মনে রেখে,
বাবা গেলেন পরপারে,
যেখান থেকে ফিরে আসার,
কোনো উপায় নাই।
আত্মীয় বলো,সমাজ বলো,
অসময়ে সব ফাঁকি,
যদিও কথাটা ভীষণ কঠিন,
তবুও বলতে চাই।
এই সমাজ!আত্মীয় স্বজন,
আপনজন!বড়ো আপন,
কেউ পাশে নাই।
সমাজে এমন লোক আছে,
অপবাদ সাদে,
তিরস্কার করে, যদি পারে,
পায়ের নিচে পিছিয়ে,
মারতে চায়।
মনের জোর, গায়ে শক্তি,
মেধা আর বুদ্ধি বলে,
যুদ্ধ করতে চাই।
দেখি অভাব অনটন,
থাকে কতক্ষণ,
সবচেয়ে বড় কথা,
মানুষ হতে চাই।
সেবারের মাধ্যমিকে,
ফলাফল মোটও ভালো হয়নি তাতে,
হাতে গুনা পাশ,নাম আছে তাতে,
আফসোসের কিছুই নাই।
স্রোতের প্রতিকূলে,অভাব অনটনের সাগরে,
সাঁতরাতে সাঁতরাতে, খড়কুটোর ধরে,
বাঁচার তাগিদে, মানুষ হওয়ার,
যুদ্ধ চালাইয়া যাই।
সৃষ্টি কর্তার রহমতে,
বাবার ইচ্ছে হইল পূরণ টিকই,
ইন্জিনিয়ার হওয়ার খবরটা,
বাবা তো পায় নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/১১/২০২০অনিন্দ্য চয়ন।
-
কল্পনা বিলাসী ০২/১১/২০২০অসাধারণ কথামালার ছন্দ, খুবই হৃদয় বিদারক।
-
শ্রীমান দে ০২/১১/২০২০অসাধারন কথামালার উপস্থাপনা। খুব ভাল লাগল প্রিয়কবি। ভাল থাকুন এই কামনা করি।
-
শ.ম. শহীদ ০২/১১/২০২০অসামান্য নিবেদন!
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০খুবই হৃদয় বিদারক উপস্থাপনা
-
ফয়জুল মহী ০২/১১/২০২০সুনির্মাণে সমুজ্জ্বল লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১১/২০২০মর্মদায়ক বিষয়।