নিয়ম
নিয়ম
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
আজ আমার ছুটির দিন!
নিয়মের বালাই নাই সারা দিন।
মন যা চায়, করবো তাই।
মাঝে মাঝে বউয়ের উঁচু গলা শুনতে পাই।
"খাওয়ার সময় হয়ে গেছে অতিবাহিত।
ঔষধ খাওয়ার সময়ও হয়েছে গত।"
শুধুই কি আমি অনিয়ম করি?
আজ একটু হোক না বেশি বাড়াবাড়ি।
মোবাইলের যন্ত্রণা, একদম না।
বড় বিরক্ত লাগে, যদি বাঁজে তা।
নাস্তা রেডি, বাজারের ব্যাগও বউয়ের হাতে।
রেগেমেগে পরিকল্পনা বেহেশতে গেল তাতে।
কি আর করা, সংসার করতে গিয়ে খেলাম ধরা।
সপ্তাহের বাজার, তার উপর জিনিসের দাম চড়া।
চিন্তায় বলিরেখা দেখা দিল কপালে।
নিয়ম মানি বা না মানি,চলতে হয় তালে তালে।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
আজ আমার ছুটির দিন!
নিয়মের বালাই নাই সারা দিন।
মন যা চায়, করবো তাই।
মাঝে মাঝে বউয়ের উঁচু গলা শুনতে পাই।
"খাওয়ার সময় হয়ে গেছে অতিবাহিত।
ঔষধ খাওয়ার সময়ও হয়েছে গত।"
শুধুই কি আমি অনিয়ম করি?
আজ একটু হোক না বেশি বাড়াবাড়ি।
মোবাইলের যন্ত্রণা, একদম না।
বড় বিরক্ত লাগে, যদি বাঁজে তা।
নাস্তা রেডি, বাজারের ব্যাগও বউয়ের হাতে।
রেগেমেগে পরিকল্পনা বেহেশতে গেল তাতে।
কি আর করা, সংসার করতে গিয়ে খেলাম ধরা।
সপ্তাহের বাজার, তার উপর জিনিসের দাম চড়া।
চিন্তায় বলিরেখা দেখা দিল কপালে।
নিয়ম মানি বা না মানি,চলতে হয় তালে তালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাকিল আহমাদ মোল্লা-জী ০২/১১/২০২০একদম সত্যি কথা, খুব সুন্দর কবি।
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০খুব ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১১/২০২০অনেক অনেক সুন্দর লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ০১/১১/২০২০ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/১১/২০২০বাস্তবতার প্রকাশ।সুন্দর হয়েছে।
-
ফয়জুল মহী ০১/১১/২০২০সাবলীল প্রকাশ।