সুস্থতা বড় নিয়ামত
"সুস্থতা বড় নিয়ামত"
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সুস্থতা যে কত বড় নিয়ামত,
আগে বুঝি নাই।
ইচ্ছায় অনিচ্ছায় কত যে অনিয়ম করেছি,
হাড়ে হাড়ে তা এখন টের পাই।
দাঁত থাকতে যেমন কারও কাছে
দাঁতের মর্যাদা নাই,
সুস্থ অবস্থায় খুব কম লোকই,
স্বাস্তবিধি মানতে চায়।
সুস্বাস্থ্য সকল সুখের মূল,
বুঝা যায় অসুস্থ হলে।
নিজের জীবনের চেয়ে বড় কিছু নাই,
অভিজ্ঞতা তাই বলে।
সুস্থ চিন্তা, সুস্থ মন আরও আছে,
সুস্থ পরিবেশ,
নিজের ভালো দশের ভালো,
ভালো থাকে দেশ।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সুস্থতা যে কত বড় নিয়ামত,
আগে বুঝি নাই।
ইচ্ছায় অনিচ্ছায় কত যে অনিয়ম করেছি,
হাড়ে হাড়ে তা এখন টের পাই।
দাঁত থাকতে যেমন কারও কাছে
দাঁতের মর্যাদা নাই,
সুস্থ অবস্থায় খুব কম লোকই,
স্বাস্তবিধি মানতে চায়।
সুস্বাস্থ্য সকল সুখের মূল,
বুঝা যায় অসুস্থ হলে।
নিজের জীবনের চেয়ে বড় কিছু নাই,
অভিজ্ঞতা তাই বলে।
সুস্থ চিন্তা, সুস্থ মন আরও আছে,
সুস্থ পরিবেশ,
নিজের ভালো দশের ভালো,
ভালো থাকে দেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০Best wishes
-
শ্রীমান দে ৩১/১০/২০২০ভাল লিখেছেন কবি প্রিয়। ভাল থাকুন।
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০চমৎকার