পৃথিবী বদলে গেছে।
"পৃথিবী বদলে গেছে "
বিশ্বাস মারা গেছে সেই কবে!
শান্তিও চলে গেছে নির্বাসনে।
মহত্ত্ব দুর্নীতির কাছে বন্দি,
আমানত খিয়ানতের কাছে করেছে সন্ধি।
আতিথিয়েতা খুঁজে পাবে না কোন বাড়ি!
পুরুষকে আর বিশ্বাস করবে না কোন নারী।
ভালবাসা আটকে পড়েছে ছলনার কবলে,
সম্পর্কটা ক্ষত-বিক্ষত নাগিনীর ছোবলে।
জ্ঞানীরা আপোষ করছে নির্বোধে সাথে,
সততা হুমড়ি খেয়ে পড়েছে দুর্নীতির কাছে।
হক হালাল পালালো কি দেশ ছেড়ে!
সম্মান এখন নিতে হচ্ছে জোর করে কেড়ে।
নকলের স্বাদে আসল ধরা খেয়ে গেছে,
মিথ্যার ভীড়ে সত্য চাপা পড়ে গেছে।
বিবেক শূন্য হয়ে পড়েছে মানুষ আজকাল,
পৃথিবী বদলে গেছে, তিল হয়ে গেছে তাল।
বিশ্বাস মারা গেছে সেই কবে!
শান্তিও চলে গেছে নির্বাসনে।
মহত্ত্ব দুর্নীতির কাছে বন্দি,
আমানত খিয়ানতের কাছে করেছে সন্ধি।
আতিথিয়েতা খুঁজে পাবে না কোন বাড়ি!
পুরুষকে আর বিশ্বাস করবে না কোন নারী।
ভালবাসা আটকে পড়েছে ছলনার কবলে,
সম্পর্কটা ক্ষত-বিক্ষত নাগিনীর ছোবলে।
জ্ঞানীরা আপোষ করছে নির্বোধে সাথে,
সততা হুমড়ি খেয়ে পড়েছে দুর্নীতির কাছে।
হক হালাল পালালো কি দেশ ছেড়ে!
সম্মান এখন নিতে হচ্ছে জোর করে কেড়ে।
নকলের স্বাদে আসল ধরা খেয়ে গেছে,
মিথ্যার ভীড়ে সত্য চাপা পড়ে গেছে।
বিবেক শূন্য হয়ে পড়েছে মানুষ আজকাল,
পৃথিবী বদলে গেছে, তিল হয়ে গেছে তাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/১০/২০২০একদম নির্মম বাস্তবতা প্রিয় কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১০/২০২০খুব সুন্দর।
-
আব্দুর রহমান আনসারী ২৯/১০/২০২০চমৎকার ভাব ও মাবনার সুচারু প্রকাশ
-
ফয়জুল মহী ২৯/১০/২০২০চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব।