খাবার
খাবার "
মায়ের হাতের খাবার,
যা পেতাম খেয়ে করতাম সাবাড়।
মায়ের হাতের রান্না, মজাই আলাদা,
আমি খাই,বাবা খায়,খায় তা দাদা।
কি যে এক অদ্ভুত ব্যাপার,
সন্তানের কাছে মজা প্রত্যেক মায়ের খাবার।
তিলের পাতা,খড়কে ডাটা,
এককালের তরকারি সাদা মাটা।
মটর শাকের মজাদার পিঠালি,
খেজুরের গুড় নাম তার পাটালি।
শীতের সকালে মুড়ির সাথে,
এ সবই মজাদার তৈরি মায়ের হাতে।
কাউনের মোয়া, তিলকুলি পিঠা,
খাইতে লাগতো বেজায় মিঠা।
সুগন্ধ ছড়াতো মাশের ডাল,
দুধের পিঠার মজা শীতের সকাল।
আর আজ কাল শহরে!
এ সবের বালাই নাই আহা!রে।
পিৎজা আর বার্গার,
শহরের বাচ্চাদের মজাদার খাবার।
পিঠা পায়েস পছন্দ নয়,
চাইনিজ খেতে বেজায় মজা পায়।
মায়ের হাতের খাবার,
যা পেতাম খেয়ে করতাম সাবাড়।
মায়ের হাতের রান্না, মজাই আলাদা,
আমি খাই,বাবা খায়,খায় তা দাদা।
কি যে এক অদ্ভুত ব্যাপার,
সন্তানের কাছে মজা প্রত্যেক মায়ের খাবার।
তিলের পাতা,খড়কে ডাটা,
এককালের তরকারি সাদা মাটা।
মটর শাকের মজাদার পিঠালি,
খেজুরের গুড় নাম তার পাটালি।
শীতের সকালে মুড়ির সাথে,
এ সবই মজাদার তৈরি মায়ের হাতে।
কাউনের মোয়া, তিলকুলি পিঠা,
খাইতে লাগতো বেজায় মিঠা।
সুগন্ধ ছড়াতো মাশের ডাল,
দুধের পিঠার মজা শীতের সকাল।
আর আজ কাল শহরে!
এ সবের বালাই নাই আহা!রে।
পিৎজা আর বার্গার,
শহরের বাচ্চাদের মজাদার খাবার।
পিঠা পায়েস পছন্দ নয়,
চাইনিজ খেতে বেজায় মজা পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/১০/২০২০
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১০/২০২০best
-
আব্দুর রহমান আনসারী ২৭/১০/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১০/২০২০ভালো।
-
আব্দুর রহমান আনসারী ২৬/১০/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ২৬/১০/২০২০Excellent
মায়ের খাবার সেতো অতুলনীয়।