ভেজাল
"ভেজাল "
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ভাবতে লাগে কষ্ট,
মাথা হয় নষ্ট।
বিশ্বাস নাই আর,
এত জালিম! ভয় নাই তার।
ভেজাল দিয়ে মিশাইলি খাবার,
খাবার কি সৃষ্টি তোর বাবার?
গাঢ় চিনিতে সার মিশায়ে বানাইলি চিনি,
চিনির সিরা দিয়ে তৈরি মধু তাও আমরা কিনি!
মাছ পচে না,ফল পচে না,মাছি ধরে না আর
এ সব খাবার খেয়ে, অসুখে ভুগি বার বার।
সৃষ্টিকর্তা দিলেন ফলমূল, শাকসবজি, আরও শস্য দানা,
ক্যামিক্যাল মিশিয়ে বিষ বানাইলি এত সুন্দর সুন্দর খানা।
সীমা লংঘন করিলে আছে তার বিচার,
সৃষ্টি কর্তা নাখোশ হয়ে গজব দেন বার বার।
বিবেক হারিয়ে, যা ইচ্ছে তাই করলি!
ভাবতে খুবই কষ্ট লাগে তুই বাঙালি?
বাঁচতে হলে ত্যাগ কর সব বাহিরের খাবার,
কষ্ট করে উৎপন্ন কর নিজের খাবার আবার।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ভাবতে লাগে কষ্ট,
মাথা হয় নষ্ট।
বিশ্বাস নাই আর,
এত জালিম! ভয় নাই তার।
ভেজাল দিয়ে মিশাইলি খাবার,
খাবার কি সৃষ্টি তোর বাবার?
গাঢ় চিনিতে সার মিশায়ে বানাইলি চিনি,
চিনির সিরা দিয়ে তৈরি মধু তাও আমরা কিনি!
মাছ পচে না,ফল পচে না,মাছি ধরে না আর
এ সব খাবার খেয়ে, অসুখে ভুগি বার বার।
সৃষ্টিকর্তা দিলেন ফলমূল, শাকসবজি, আরও শস্য দানা,
ক্যামিক্যাল মিশিয়ে বিষ বানাইলি এত সুন্দর সুন্দর খানা।
সীমা লংঘন করিলে আছে তার বিচার,
সৃষ্টি কর্তা নাখোশ হয়ে গজব দেন বার বার।
বিবেক হারিয়ে, যা ইচ্ছে তাই করলি!
ভাবতে খুবই কষ্ট লাগে তুই বাঙালি?
বাঁচতে হলে ত্যাগ কর সব বাহিরের খাবার,
কষ্ট করে উৎপন্ন কর নিজের খাবার আবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ২৬/১০/২০২০বাহ্! অনিন্দ্য শিল্পিত রূপ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/১০/২০২০This is reality.
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/১০/২০২০ভালোই।
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০বাস্তব
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০২০বাঙালি এসব বোঝে না।
-
ফয়জুল মহী ২৫/১০/২০২০নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ