অনিয়ম
"অনিয়ম"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
অনিয়মের যদি থাকতো নোবেল পুরষ্কার,
বাঙ্গালীরা পাইতো তাহা, নয় তো তিরস্কার।
হাটে মাঠে রাস্তা ঘাটে অনিয়মে ভরা,
মূর্খ সমাজ বাদই দিলাম ওরা একটু চরা।
সরকারী বেসরকারী অফিস আদালতে,
নিয়মের বালাই নাই, চলে ইচ্ছে মতে।
আইন চলে তার গতিতে,নেই কারও ভ্রূক্ষেপ
বাংলাদেশ চলবেই এমন, করে কি হবে আক্ষেপ।
আইন হচ্ছে আইন ভাংছে এই তো শুধু খেলা,
ভাংগা গড়া নিয়েই একদিন ফুরায়ে যাবে বেলা।
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
অনিয়মের যদি থাকতো নোবেল পুরষ্কার,
বাঙ্গালীরা পাইতো তাহা, নয় তো তিরস্কার।
হাটে মাঠে রাস্তা ঘাটে অনিয়মে ভরা,
মূর্খ সমাজ বাদই দিলাম ওরা একটু চরা।
সরকারী বেসরকারী অফিস আদালতে,
নিয়মের বালাই নাই, চলে ইচ্ছে মতে।
আইন চলে তার গতিতে,নেই কারও ভ্রূক্ষেপ
বাংলাদেশ চলবেই এমন, করে কি হবে আক্ষেপ।
আইন হচ্ছে আইন ভাংছে এই তো শুধু খেলা,
ভাংগা গড়া নিয়েই একদিন ফুরায়ে যাবে বেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১০/২০২০একদম যথার্থ বলেছেন প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/১০/২০২০অনেক সুন্দর হয়েছে।
-
হাজেরা কোরেশী অপি ২৪/১০/২০২০সুন্দর সাবলীল ভাষায় বুঝিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। খুবই সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২৪/১০/২০২০অনিয়মই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সুন্দর সাহসী লেখা।
-
ফয়জুল মহী ২৪/১০/২০২০নিখাদ প্রকাশ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/১০/২০২০সুন্দর।