লোভ নিয়ন্ত্রণ
"লোভ নিয়ন্ত্রণ "
লোভ নিয়ন্ত্রণ সহজ কথা নয়,
সবুর আছে যার, সেই তো করে জয়।
লোভে পাপ, পাপে মৃত্যু সর্বোজনে কয়,
লোভ দেখে জ্ঞ্যানীরা তাই তো করে ভয়।
চাওয়া পাওয়ার হিসাব যখন মিলাই,
লোভটা তখন নিজের মধ্যে জিলাই।
অজান্তেই সবার ভিতর চলে আসে লোভ,
নিজের মধ্যে তৈরী হয় ক্রোধ নামের ক্ষোভ।
ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে যেই জন,
মহামানব বলতেই হয়,বিরাট তাঁহার মন।
পরিবারই প্রশিক্ষণের উপযুক্ত স্থান,
সচেতন পরিবারই রাখতে পারে তার মান।
পরিবারের শিক্ষা অমূল্য রতন,
ব্যবহারে ফুটে উঠে যখন তখন।
লোকে বলে ব্যবহারে বংশের পরিচয়,
ব্যবহারে বংশের নয়, হয় পরিবারের পরিচয়।
বংশ হবে ধ্বংস যদি লোভী পরিবারে ঢুকে,
কাজ হবে না নিজের হাতে আঘাত করলেও বুকে।
ভুলেও কেহ লোভী লোকের করবে না গুণ -গান,
পৃথিবীরকে সুন্দর করতে লোভীদেরকে পস্তান।
লোভ মানুষের পরম শত্রু ধর্ম গ্রন্থে কয়।
লোভ না করলে কোন দিনও হবে না তো ক্ষয়।
লোভ নিয়ন্ত্রণ সহজ কথা নয়,
সবুর আছে যার, সেই তো করে জয়।
লোভে পাপ, পাপে মৃত্যু সর্বোজনে কয়,
লোভ দেখে জ্ঞ্যানীরা তাই তো করে ভয়।
চাওয়া পাওয়ার হিসাব যখন মিলাই,
লোভটা তখন নিজের মধ্যে জিলাই।
অজান্তেই সবার ভিতর চলে আসে লোভ,
নিজের মধ্যে তৈরী হয় ক্রোধ নামের ক্ষোভ।
ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে যেই জন,
মহামানব বলতেই হয়,বিরাট তাঁহার মন।
পরিবারই প্রশিক্ষণের উপযুক্ত স্থান,
সচেতন পরিবারই রাখতে পারে তার মান।
পরিবারের শিক্ষা অমূল্য রতন,
ব্যবহারে ফুটে উঠে যখন তখন।
লোকে বলে ব্যবহারে বংশের পরিচয়,
ব্যবহারে বংশের নয়, হয় পরিবারের পরিচয়।
বংশ হবে ধ্বংস যদি লোভী পরিবারে ঢুকে,
কাজ হবে না নিজের হাতে আঘাত করলেও বুকে।
ভুলেও কেহ লোভী লোকের করবে না গুণ -গান,
পৃথিবীরকে সুন্দর করতে লোভীদেরকে পস্তান।
লোভ মানুষের পরম শত্রু ধর্ম গ্রন্থে কয়।
লোভ না করলে কোন দিনও হবে না তো ক্ষয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/১০/২০২০অনন্য লেখনশৈলী
-
হাজেরা কোরেশী অপি ২৪/১০/২০২০খুবই সুন্দর, আমি আপনার সাথে একমত।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১০/২০২০সুন্দর ভাবনাময় উপস্থাপন।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১০/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৩/১০/২০২০অনবদ্য উপস্থাপন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১০/২০২০লোভ নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। লোভে পাপ, পাপে মৃত্যু।