মায়ের আত্মত্যাগ
"মায়ের আত্মত্যাগ "
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
একদা সন্তান তাঁর,
কঠিন অসুখে ভুগে।
মায়ের মন, বড় আবেগ-প্রবণ,
কত কথাই না তাঁর মনে জাগে।
যে যা বলে, সে তাই করে,
শুধুই সন্তানের মঙ্গলের তরে।
জীবনে তাঁর,
আর কিছু নাহি চাহিবার।
বড় ইচ্ছে তাঁর,
সন্তানের মুখের হাঁসি দেখিবার।
সারা রাত জাগে,
যদি সন্তানের কিছু লাগে।
সন্তানের পাশে,
কখনও ঘুমিয়ে পড়ে সন্তানের কাছে।
কত মান্নত করে,
তাও যদি তাঁর সন্তান বাঁচে।
একদিন গভীর রাতে,
দু' হাত তোলে বিধাতার কাছে।
অশ্রু ছাড়ি,
বসে সন্তানের পাশে।
বলে আয় দয়াময়,
মিনতি তোমার কাছে।
মোর জীবনের বদোলতে,
আমার সন্তান যেন বাঁচে।
বিধাতা কি সত্যি সেই দিন,
এসেছিল ছোট্ট ঘরে।
কবুল করেছিল,
দুখিনী মায়ের আকুতি করজোড়ে।
দিন পনের যেতে না যেতে,
সুস্থ হলো সন্তান তাঁর।
নিজের জীবনের বাতি যেন,
জ্বলিতে চাহেনা আর।
একদিন পৃথিবীর মায়া ছেড়ে,
তৃপ্তিতে বুঝিল আঁখি।
এমনি করিয়া কত মা,
চলিয়া গিয়াছে শত দৃষ্টান্ত রাখি।
পৃথিবীতে সবার উপরে মা,
তাঁর সাথে কারও তুলনা হয় না।
সৃষ্টি কর্তার কাছে দাবি একটাই,
সকল মায়ের বেহেশত নসীব চাই।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
একদা সন্তান তাঁর,
কঠিন অসুখে ভুগে।
মায়ের মন, বড় আবেগ-প্রবণ,
কত কথাই না তাঁর মনে জাগে।
যে যা বলে, সে তাই করে,
শুধুই সন্তানের মঙ্গলের তরে।
জীবনে তাঁর,
আর কিছু নাহি চাহিবার।
বড় ইচ্ছে তাঁর,
সন্তানের মুখের হাঁসি দেখিবার।
সারা রাত জাগে,
যদি সন্তানের কিছু লাগে।
সন্তানের পাশে,
কখনও ঘুমিয়ে পড়ে সন্তানের কাছে।
কত মান্নত করে,
তাও যদি তাঁর সন্তান বাঁচে।
একদিন গভীর রাতে,
দু' হাত তোলে বিধাতার কাছে।
অশ্রু ছাড়ি,
বসে সন্তানের পাশে।
বলে আয় দয়াময়,
মিনতি তোমার কাছে।
মোর জীবনের বদোলতে,
আমার সন্তান যেন বাঁচে।
বিধাতা কি সত্যি সেই দিন,
এসেছিল ছোট্ট ঘরে।
কবুল করেছিল,
দুখিনী মায়ের আকুতি করজোড়ে।
দিন পনের যেতে না যেতে,
সুস্থ হলো সন্তান তাঁর।
নিজের জীবনের বাতি যেন,
জ্বলিতে চাহেনা আর।
একদিন পৃথিবীর মায়া ছেড়ে,
তৃপ্তিতে বুঝিল আঁখি।
এমনি করিয়া কত মা,
চলিয়া গিয়াছে শত দৃষ্টান্ত রাখি।
পৃথিবীতে সবার উপরে মা,
তাঁর সাথে কারও তুলনা হয় না।
সৃষ্টি কর্তার কাছে দাবি একটাই,
সকল মায়ের বেহেশত নসীব চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২২/১০/২০২০অনন্য সৃজন
-
Md. Jahangir Hossain ২১/১০/২০২০সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১০/২০২০অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১০/২০২০সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ২০/১০/২০২০অপূর্ব লিখনী অনবদ্য I
-
আব্দুর রহমান আনসারী ২০/১০/২০২০চমৎকার