মানুষ চেনা বড় কঠিন
"মানুষ চেনা বড় কঠিন "
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
শোনা কথায় কান দিবেন না,
যদিও আপন কয়।
স্বার্থান্বেষী চারি দিকে,
তাই তো লাগে ভয়।
বিশ্বাস যাকে করেন আপনি,
নিজের মত করে।
খোঁজ নিয়ে দেখেছেন কি,
সে কি কাজ করে?
কাছের লোকের বিশ্বাস করে,
আস্থা রাখে যে।
অবিশ্বাসের যাতা কলে,
খেসারত দেয় সে।
বিশ্বাসেরই ফাঁকে ফাঁকে,
খোঁজ খবর নিলে।
সর্বোনাশের হাত থেকে,
রক্ষা তাতে মিলে।
মানুষ চেনা বড় কঠিন,
যদিও আপন হয়।
নিষ্পাপ ফুলের মাঝেও,
পোকা মাকড় রয়।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
শোনা কথায় কান দিবেন না,
যদিও আপন কয়।
স্বার্থান্বেষী চারি দিকে,
তাই তো লাগে ভয়।
বিশ্বাস যাকে করেন আপনি,
নিজের মত করে।
খোঁজ নিয়ে দেখেছেন কি,
সে কি কাজ করে?
কাছের লোকের বিশ্বাস করে,
আস্থা রাখে যে।
অবিশ্বাসের যাতা কলে,
খেসারত দেয় সে।
বিশ্বাসেরই ফাঁকে ফাঁকে,
খোঁজ খবর নিলে।
সর্বোনাশের হাত থেকে,
রক্ষা তাতে মিলে।
মানুষ চেনা বড় কঠিন,
যদিও আপন হয়।
নিষ্পাপ ফুলের মাঝেও,
পোকা মাকড় রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১০/২০২০দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজে মানুষ চেনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/১০/২০২০১০০% সঠিক।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০২০আসলেই মানুষ চেনা কঠিন।
-
আব্দুর রহমান আনসারী ১৯/১০/২০২০দারুন সৃজনশীল
-
ফয়জুল মহী ১৯/১০/২০২০সৃজনশীল লেখা ।