রাজনীতি
রাজনীতি
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
রাজনীতিটা নেই তো এখন,
শুধুই রাজার হাতে।
প্রজাও এখন রাজা সেজে,
ক্ষমতা দেখায় তাতে।
পরিবার বল সমাজ বল,
কোথাও নেই কোন নীতি।
নোংরা খেলায় মেতে সবাই,
করছে প্রেম পিরীতি।
ভুক্তভোগীর কাকুতি মিনতি,
শুনছে না তো কেউ,
বড় অসহায় মজলুম ওরা
ওদের নেই তো কেউ।
মানবতা গুমরে কাঁদে,
অপরাধীর বাড়ি।
দিবালোকে ঘুরে তারা,
অনুসূচনা ছাড়ি।
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
রাজনীতিটা নেই তো এখন,
শুধুই রাজার হাতে।
প্রজাও এখন রাজা সেজে,
ক্ষমতা দেখায় তাতে।
পরিবার বল সমাজ বল,
কোথাও নেই কোন নীতি।
নোংরা খেলায় মেতে সবাই,
করছে প্রেম পিরীতি।
ভুক্তভোগীর কাকুতি মিনতি,
শুনছে না তো কেউ,
বড় অসহায় মজলুম ওরা
ওদের নেই তো কেউ।
মানবতা গুমরে কাঁদে,
অপরাধীর বাড়ি।
দিবালোকে ঘুরে তারা,
অনুসূচনা ছাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৮/১০/২০২০মনের কথাগুলো বলেদিলেন
-
আব্দুর রহমান আনসারী ১৮/১০/২০২০বেশ বলেছেন, উচিৎ বলেছেন
-
ফয়জুল মহী ১৭/১০/২০২০Valo laglo kobita
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১০/২০২০বেশ হয়েছে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১০/২০২০দারুণ লিখেছেন।