www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবক্ষয়

"অবক্ষয়"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন

সমাজ চলে নৈতিকতায়,
যদি ঘটে অবক্ষয় ।
প্রাদুর্ভাবের মত তাহা,
ঘটায় চরম বিপর্যয়।
নারীর থাকে হায়া-পর্দা,
কিশোর কিশোরীর মুখের আঢ়,
লাজ- লজ্জার বেড়াজালে,
আটকে থাকে কথা তার।
যায় না দেখা যায় না ছোঁয়া,
তবু কঠিন বাঁধার পাহাড়,
যার ভেঙ্গেছে শরম-লজ্জা,
কে রুখবে ধ্বংস তার।
বিবেক যেথা বন্ধি শালায়-
কড়াঘাতে লান্ছিত।
সমাজ ছেড়ে পালায় দুরে,
ঠিক যেন সে অবান্ঞ্চিত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast