অভাগা দেশ
ভাবতেই লাগে কষ্ট!
শুধুই মাথা হয় নষ্ট!
অন্যায় করেছে যত জন,
অধিকাংশ শিক্ষিত জন।
অবুঝ নয় তো তারা,
তবে কে করেছে তাদের তাড়া?
একান্তই নিজের সুখের তরে,
এত অবৈধ সম্পদ কি করে?
আসলে আমাদের সমস্যা কোথায়?
সুশিক্ষার কি অভাব রয়েছে হেথায়?
তা হলে এত খরচ করে কি হবে?
অশিক্ষিত থাকাই ভাল এই ভবে।
মানুষ হওয়ার জন্য এত খড়কুটো পুড়িয়ে,
অমানুষ হয়ে সার্থক, অবৈধ টাকা কুড়ায়ে।
যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়,
তবে শিক্ষিত লোক জাতীর মেরুদণ্ডকে কিভাবে করেছে ক্ষয়?
দুর্নীতির যদিই হইল জয়!
লেখা পড়া করে কেমনে তবে মানুষ হয়!
সর্পের মাথায় মণি, কি ভয়ংকর নয়?
দেশটাকে নিয়ে সত্যিই হয় ভয়।
হায়রে অভাগা বাংলা দেশ!
অমানুষ গুলো যুগে যুগে তোমায় করলো শেষ!
শুধুই মাথা হয় নষ্ট!
অন্যায় করেছে যত জন,
অধিকাংশ শিক্ষিত জন।
অবুঝ নয় তো তারা,
তবে কে করেছে তাদের তাড়া?
একান্তই নিজের সুখের তরে,
এত অবৈধ সম্পদ কি করে?
আসলে আমাদের সমস্যা কোথায়?
সুশিক্ষার কি অভাব রয়েছে হেথায়?
তা হলে এত খরচ করে কি হবে?
অশিক্ষিত থাকাই ভাল এই ভবে।
মানুষ হওয়ার জন্য এত খড়কুটো পুড়িয়ে,
অমানুষ হয়ে সার্থক, অবৈধ টাকা কুড়ায়ে।
যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়,
তবে শিক্ষিত লোক জাতীর মেরুদণ্ডকে কিভাবে করেছে ক্ষয়?
দুর্নীতির যদিই হইল জয়!
লেখা পড়া করে কেমনে তবে মানুষ হয়!
সর্পের মাথায় মণি, কি ভয়ংকর নয়?
দেশটাকে নিয়ে সত্যিই হয় ভয়।
হায়রে অভাগা বাংলা দেশ!
অমানুষ গুলো যুগে যুগে তোমায় করলো শেষ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৯/২০২০বাস্তব ও প্রানবন্ত কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০২০ভালো।
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৯/২০২০অসাধারন অভিব্যক্তি
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২০Very good post