নাই নাই নাই
আগের মত প্রাণ নাই,
কারও প্রতি টান নাই,
ধর্য্যের কোন বালাই নাই।
কথা কাজের মিল নাই,
আস্থার কোন যায়গা নাই,
হক হালালের বালাই নাই।
কারও প্রতি বিশ্বাস নাই,
আপন পর বিচার নাই,
ন্যায্য অন্যায্যের বালাই নাই।
সবাই করে খাই খাই,
ফাঁকি এখন দুনিয়াটাই,
বিবেকের কোন বালাই নাই।
মানী লোকের মান নাই,
নীতিবোধটা শূন্য তাই।
কেমন যেন হয়ে গেল পৃথিবীটাই
কারও প্রতি টান নাই,
ধর্য্যের কোন বালাই নাই।
কথা কাজের মিল নাই,
আস্থার কোন যায়গা নাই,
হক হালালের বালাই নাই।
কারও প্রতি বিশ্বাস নাই,
আপন পর বিচার নাই,
ন্যায্য অন্যায্যের বালাই নাই।
সবাই করে খাই খাই,
ফাঁকি এখন দুনিয়াটাই,
বিবেকের কোন বালাই নাই।
মানী লোকের মান নাই,
নীতিবোধটা শূন্য তাই।
কেমন যেন হয়ে গেল পৃথিবীটাই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৯/২০২০Very Nice
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৪/০৯/২০২০সুন্দর ও মনোরম
-
পি পি আলী আকবর ২৪/০৯/২০২০nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৯/২০২০nice
-
শ.ম. শহীদ ২৩/০৯/২০২০বাহ। ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০২০পরানের ক্খা।