স্বপ্ন
সুযোগ হয়নি, সাহস হয়নি,
পাশাপাশি বসিবার দু'জন।
সৈকত কিংবা পাহাড়ে ঘুড়িবার,
সুযোগ হয়নি শুনিবার পাখির কূজন।
তবুও মনে পড়ে ক্ষণেক্ষণে,
আমার ব্যস্ত জীবনের অবসর সময়ে।
আখিঁ যবে থাকে অলক্ষ্যে চেয়ে,
মনে হয় তোমাকে পাই সব কিছুর বিনিময়ে।
আহা!তা কি করে সম্ভব!
তবুও অবুঝ মন স্বপ্ন দেখে যায়।
ক্ষনিকের তরে,স্বপ্ন বিভোরে,
বাস্তব নয়, কল্পনায় শান্তি খুজে পায়।
পাশাপাশি বসিবার দু'জন।
সৈকত কিংবা পাহাড়ে ঘুড়িবার,
সুযোগ হয়নি শুনিবার পাখির কূজন।
তবুও মনে পড়ে ক্ষণেক্ষণে,
আমার ব্যস্ত জীবনের অবসর সময়ে।
আখিঁ যবে থাকে অলক্ষ্যে চেয়ে,
মনে হয় তোমাকে পাই সব কিছুর বিনিময়ে।
আহা!তা কি করে সম্ভব!
তবুও অবুঝ মন স্বপ্ন দেখে যায়।
ক্ষনিকের তরে,স্বপ্ন বিভোরে,
বাস্তব নয়, কল্পনায় শান্তি খুজে পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০অপূর্ব
-
Md. Rayhan Kazi ২২/০৯/২০২০বাহ্ চমৎকার
-
ফয়জুল মহী ২০/০৯/২০২০সুনিপুণ সাবলীল
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৯/২০২০অসাধারণ