কামিয়াভ
"কামিয়াভ"
জীবনে যদি চাও সচ্ছলতা,
ত্যাজ্য কর আরাম আয়েশ আর অলসতা।
অপচয় আর অপরাধ থেকে যদি থাক বিরত,
সুনাম,জশ সম্পদ বৃদ্ধি পাবে অবিরত।
সময়ের কাজ করিলে সময় মত,
সব হবে সহজ,মাথা হবে না কখন নত।
কাজকে বন্ধু যদি মনে কর,
কাজ সমাপনে যদি ধৈর্য ধর,
সাফল্য আসবে দুয়ারে,
সম্পদ, সুখ্যাতি আর সম্মান আসবে জোয়ারে।
অবহেলা আর অহংকারে বশ কভু নাহি হবে,
আমরণ - মরণাবধি মানুষের মনে রবে।
জীবনে যদি চাও সচ্ছলতা,
ত্যাজ্য কর আরাম আয়েশ আর অলসতা।
অপচয় আর অপরাধ থেকে যদি থাক বিরত,
সুনাম,জশ সম্পদ বৃদ্ধি পাবে অবিরত।
সময়ের কাজ করিলে সময় মত,
সব হবে সহজ,মাথা হবে না কখন নত।
কাজকে বন্ধু যদি মনে কর,
কাজ সমাপনে যদি ধৈর্য ধর,
সাফল্য আসবে দুয়ারে,
সম্পদ, সুখ্যাতি আর সম্মান আসবে জোয়ারে।
অবহেলা আর অহংকারে বশ কভু নাহি হবে,
আমরণ - মরণাবধি মানুষের মনে রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১৪/০৯/২০২০সবাইকে ধন্যবাদ।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২০সুন্দরতর
-
আলম সারওয়ার ১২/০৯/২০২০Wonderful
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২০nice
-
ফয়জুল মহী ১১/০৯/২০২০নিখুঁত ভাবনায় কোমল হাতের পরশ।