গাছ
"গাছ"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
আমাদের পরম বন্ধু গাছ,
তাদের খবর কি কেউ রাখি আজ।
শিল্পায়নের এই যুগে-
গাছের মর্যাদা কি! আর কেউ বুঝে?
উজাড় করছে যত বন জংগল,
তাতে কি হচ্ছে কোন মঙ্গল?
জীবন বাঁচাতে জীবন সাঁজাতে,
গাছ ছাড়া কি আর আছে জগতে?
অক্সিজেন ছাড়া কোন প্রাণী -
বাঁচবে না তাও আমরা জানি।
আর এই অক্সিজেন দেয় গাছ,
তাদের ধ্বংস করতে মরিয়া আমরা আজ।
প্রয়োজনে অপ্রয়োজনে করি কত কর্তন!
না বুঝে গাছপালার উপর চালাই কত নির্যাতন!
গাছপালা সদা সর্বদা মানবের মঙ্গল করে,
এসো করি গাছপালার পরিচর্যা নিজের তরে।
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
আমাদের পরম বন্ধু গাছ,
তাদের খবর কি কেউ রাখি আজ।
শিল্পায়নের এই যুগে-
গাছের মর্যাদা কি! আর কেউ বুঝে?
উজাড় করছে যত বন জংগল,
তাতে কি হচ্ছে কোন মঙ্গল?
জীবন বাঁচাতে জীবন সাঁজাতে,
গাছ ছাড়া কি আর আছে জগতে?
অক্সিজেন ছাড়া কোন প্রাণী -
বাঁচবে না তাও আমরা জানি।
আর এই অক্সিজেন দেয় গাছ,
তাদের ধ্বংস করতে মরিয়া আমরা আজ।
প্রয়োজনে অপ্রয়োজনে করি কত কর্তন!
না বুঝে গাছপালার উপর চালাই কত নির্যাতন!
গাছপালা সদা সর্বদা মানবের মঙ্গল করে,
এসো করি গাছপালার পরিচর্যা নিজের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৩/০৯/২০২০বাহ্ চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২০চমৎকার প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২০বেশ ভালো লাগলো
-
এ কে সুমন ১১/০৯/২০২০প্রকৃৃৃতির কবিতা খুব ভালো লেগেছে
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০২০সত্য কথা।
-
ফয়জুল মহী ১০/০৯/২০২০অসাধারণ l