বৃষ্টি ভেজা রাত
বৃষ্টি ভেজা রাত-
মেঘে ঢাকা চাঁদ।
গোলাপ আর বেলী-
গন্ধ কোথা পেলি?
বাগান ছেড়ে শেষে-
বারান্দায় এসে,
টবে কর বাস-
ছড়াও সুবাস।
ফুটাও তব ফুল-
মাতাও মানব কূল।
মেঘে ঢাকা চাঁদ।
গোলাপ আর বেলী-
গন্ধ কোথা পেলি?
বাগান ছেড়ে শেষে-
বারান্দায় এসে,
টবে কর বাস-
ছড়াও সুবাস।
ফুটাও তব ফুল-
মাতাও মানব কূল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১২/০৯/২০২০Very nice
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১২/০৯/২০২০বাহ চমৎকার।
-
রূপক কুমার রক্ষিত ১০/০৯/২০২০অসাধারন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৯/২০২০beautiful
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৯/২০২০যথার্থই লিখেছেন।
-
ফয়জুল মহী ০৯/০৯/২০২০ভালো লাগলো ,অনেক শুভকামনা